Jhargram: চলচ্চিত্রে বেলিয়াবেড়া প্রহরাজ বাড়ি, হচ্ছে মিউজিয়াম

Last Updated:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

নিজস্ব প্রতিনিধি: ঝাড়গ্রামের (Jhargram) বেলিয়াবেড়ায় অতীতের সাক্ষী বহন করে আজও দাঁড়িয়ে আছে প্রহরাজ জমিদার বাড়ি। তখনকার দিনে জমিদারদের রাজা বলা হতো। শিক্ষা, সাহিত্য, ব্যাঙ্ক ও স্বাধীনতা আন্দোলনে প্রহরাজ বাড়ির ভূমিকা অনস্বীকার্য। জমিদারদের কাহিনী সম্বলিত স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র উদ্বোধন হলো জমিদার বাড়িতেই। এবার হতে চলেছে মিউজিয়াম।

আরও পড়ুনঃ যুবতী নাতনিকে ধর্ষণের দায়ে বৃদ্ধের দশ বছর সশ্রম কারাদণ্ড

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও নীলোৎপল চক্রবর্তী, জয়েন্ট বিডিও রাজীব মুর্মু, আধিকারিক করুণা সিন্ধু মান্না। স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে ফুটেছে রাজবাড়ির বিভিন্ন কাহিনী, জমিদার ও তাঁদের স্ত্রীদের কথা। তুলে ধরা হয়েছে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা বিভিন্ন প্রাচীন বস্তু ও ছবি। এলাকার উন্নয়নে রাজবাড়ির অবদানের কথাও উঠে এসেছে।

চলচ্চিত্রে বেলিয়াবেড়া প্রহরাজ বাড়ি, হচ্ছে মিউজিয়াম

স্বল্প দৈর্ঘ্যর চলচ্চিত্রটি দেখার পর আলোচনা চক্রে বিডিও প্রস্তাব দেন একটি মিউজিয়ামের। সামর্থ্য অনুযায়ী সাহায্যের কথাও বলেন তিনি। সূত্রের খবর, জমিদারবাড়িতে একটি মিউজিয়ামের উদ্যোগ নিয়েছে প্রহরাজ পরিবার। তাতে সংরক্ষিত থাকবে জমিদার পরিবারের ব্যবহৃত পুরনো জিনিস, ছবি ও নথি। ওই মিউজিয়ামে সাহায্য করতে পারে পঞ্চায়েত সমিতি।

1000108716

স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রটি সুনীল বিশ্বাসের পরিচালনায় নির্মিত। অভিনয় করেছেন প্রহরাজ বাড়ির সদস্য – সদস্যা রণজিৎ নারায়ণ দাস প্রহরাজ মহাপাত্র, সুরজিৎ নারায়ণ দাস প্রহরাজ মহাপাত্র, সোমা আচার্য, বিশ্বজিৎ দাস প্রহরাজ মহাপাত্র, রাজবাড়ির পুরোহিত বিদ্যুৎ ঘোষাল। এছাড়াও অভিনয় করেছেন শিক্ষক সুব্রত মহাপাত্র, নরসিংহ দাস, বিউটিশিয়ান রঞ্জিতা বিশ্বাস। স্ক্রিপ্ট লিখেছেন নিসর্গ নির্যাস মাহাতো। এদিনের অনুষ্ঠানে সুব্রত, নরসিংহ, সুনীল ও নিসর্গকে রাজপরিবারের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়।

স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রটির জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালোধী।