বিক্রম ব্যানার্জী: তিনি কিং খান কন্যা। বলিউডের তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রীর সন্তানদের সাথে চলাফেরা তাঁর। বাবা শাহরুখ হওয়ায় বাড়ি থেকে বেরোতেই তাঁকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। একদিন ঠিক এমনই একটি স্মরণীয় ঘটনা ঘটেছিল সুহানার(Suhana Khan) সাথে। বলিউড তারকা সোহেল খানের ছেলে নির্বাণ খানের জন্মদিনের অনুষ্ঠানে পৌঁছেছিলেন তিনি। ফেরার পথে তাঁকে ছেঁকে ধরেন ফটোগ্রাফাররা। অস্বস্তি বাড়ে সুহানার(Suhana Khan)। সেই সময়ে তাঁকে বাঁচাতে ছুটে আসেন জ্যাকি আঙ্কল।
শাহরুখের মেয়ে মানে আমারও মেয়ে.…. মুখে না বললেও সেদিন হয়তো মনে মনে এ কথাই আউড়েছিলেন অভিনেতা জ্যাকি শ্রফ। তাই মেয়েকে সমস্যায় পড়তে দেখে নিজেকে আটকে রাখতে পারেননি জ্যাকি। ছুটে যান পাপারাজ্জিদের হাত থেকে সুহানাকে বাঁচাতে। ঘটনাটির সূত্রপাত হয়েছিল সোহেল খানের ছেলে নির্বাণের জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে। মুম্বইয়ের একটি পাঁচ তারা হোটেলে বসেছিল চাঁদের হাট। সেখানেই নিজের উপস্থিতি জানান দিয়ে বাড়ি ফিরছিলেন সুহানা।
গাড়িতে উঠতে যাবেন এমন সময়ে শাহরুখ কন্যাকে ঘিরে ধরেন বেশ কয়েকজন ফটোগ্রাফার। ক্যামেরাবন্দি দৃশ্য বলে দিচ্ছিল সাময়িক অসস্তিতেই রয়েছেন সুহানা। তড়িঘড়ি তাঁকে বাঁচাতে এলেন জ্যাকি। কোনও মতে বাদশাহ কন্যাকে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছলেন অভিনেতা। এই সময়ে চিত্র ও দৃশ্য গ্রাহকদের উদ্দেশ্যে জ্যাকির কড়া বার্তা, মুখের ওপর বেশি আলো ফেলবেন না। জ্যাকি আঙ্কলের সহায়তায় গাড়িতে উঠে বাড়ির পথে রওনা দেন সুহানা।
উল্লেখ্য, সোহেল পুত্রের জন্মদিনের পার্টিতে এদিন সুহানা ও জ্যাকি শ্রফ ছাড়াও উপস্থিত ছিলেন ইব্রাহিম আলি খান, কার্তিক আরিয়ান, অগস্ত্য নন্দা, ববি দেওলসহ অন্যান্য তারকা এবং তারকা সন্তানরা। বলা বাহুল্য, সুজয় ঘোষ পরিচালিত আসন্ন কিং ছবিতে বাবা শাহরুখ ও মেয়ে সুহানার যুগলবন্দী দেখার সুযোগ পাবেন দর্শকরা। অন্যদিকে পাপারাজ্জিদের হাত থেকে সুহানাকে উদ্ধারকারী জ্যাকি শ্রফ বর্তমানে বেবি জন ছবির প্রচারে ব্যস্ত। এছাড়াও আসন্ন হাউসফুল 5 ছবিতেও অভিনয় করছেন তিনি।