Filmfare OTT Awards 2024: ওটিটির সেরা অভিনেতা-অভিনেত্রী দিলজিৎ দোসাঞ্ঝ এবং করিনা কাপুর, রইল সম্পূর্ণ তালিকা

Published On:

বিক্রম ব্যানার্জী: রবিবারের জমকালো সন্ধ্যায় মুম্বইয়ে অনুষ্ঠিত হয়ে গেল ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর(Filmfare OTT Awards 2024)। এদিন 39টি ক্যাটাগরিতে পুরস্কার পান তারকারা। চলতি বছর ওটিটির সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন জনপ্রিয় পাঞ্জাবি সিঙ্গার দিলজিৎ দোসাঞ্ঝ। অন্যদিকে সেরা অভিনেত্রীর শিরোপা পেয়েছেন সইফ ঘরণী করিনা কাপুর। সেই সাথে 16টি পুরস্কার জিতে বাজিমাত করেছে সঞ্জয় লীলা বনশালির হীরামান্ডি। এর ঠিক পরেই নাম রয়েছে 12টি পুরস্কার প্রাপ্ত সিরিজ গানস অ্যান্ড গুলবাস।

ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডস 2024

এক নজরে সেরার তালিকা-

সেরা ওটিটি সিরিজ: দ্য রেলওয়ে ম্যান

সেরা অভিনেতা, কমেডি: রাজকুমার রাও (গানস অ্যান্ড গুলাবস)

সেরা অভিনেতা, ড্রামা: গগন দেব (স্ক্যাম 2003)

সেরা অভিনেত্রী, কমেডি: গীতাঞ্জলি কুলকার্নি
(গুল্লক 4)

সেরা অভিনেত্রী, ড্রামা: মনীষা কৈরালা (হীরামাণ্ডি)

সেরা প্রোডাকশন ডিজাইন: সুব্রত চক্রবর্তী, অমিত রায় (হীরামাণ্ডি)

সেরা অরিজিন্যাল সাউন্ড ট্র্যাক: সঞ্জয় লীলা বনশালি, রাজা হাসান, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় (হীরামাণ্ডি)

ফিল্ম ক্যাটাগরি

সেরা ওয়েব অরিজিন্যাল ফিল্ম: অমর সিং চমকিলা

সেরা পরিচালক: ইমতিয়াজ আলি (অমর সিং চমকিলা)

সেরা অভিনেতা: দিলজিৎ দোসাঞ্ঝ (অমর সিং চমকিলা)

সেরা অভিনেত্রী: করিনা কাপুর (জানে জান)

সেরা সহ-অভিনেতা: জয়দীপ আওলাত (মহারাজ)

সেরা সহ-অভিনেত্রী: ওয়ামিকা গাব্বি (খুফিয়া)

সেরা সংলাপ: ইমতিয়াজ আলি, সাজিদ আলি (অমর সিং চমকিলা)

সেরা চিত্রনাট্য: অমর সিং চমকিলা

সেরা মিউজিক: এআর রহমান (অমর সিং চমকিলা)

ক্রিটিকস ক্যাটাগরি

সেরা সিরিজ: গানস অ্যান্ড গুলাবস

সেরা সিনেমা: জানে জান

সেরা অভিনেতা, সিনেমা: জয়দীপ আওলাত

সেরা অভিনেত্রী, সিনেমা: অনন্যা পাণ্ডে

সেরা সিরিজ অভিনেতা: কে কে মেনন (মুম্বইমেরি জান)

সেরা সিরিজ অভিনেত্রী: হুমা কুরেশি

উল্লেখ্য, ‘অমর সিং চমকিলা’ মুভিতে জনপ্রিয় গায়ক অমর সিং চমকিলার চরিত্রে অভিনয় করেছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। আর সে কারনেই সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন তিনি। অন্যদিকে ‘জানে জানা’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন করিনা কাপুর খান।

আরও পড়ুন: সনাতনী বিক্ষোভে উত্তাল পেট্রাপোল সীমান্ত, ভারত ছাড়তে মরিয়া অসংখ্য বাংলাদেশী