Meghanathan: ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন, চলে গেলেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা মেঘনাথন

Published On:

বিক্রম ব্যানার্জী: ভারতীয় চলচ্চিত্র জগতে নক্ষত্রপতন! দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার কোঝিকোড়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মালয়ালাম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় অভিনেতা মেঘনাথন(Meghanathan)। মৃত্যুকালে বয়স হয়েছিল 60 বছর। দীর্ঘদিন ধরে ফুসফুস জনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা(Meghanathan)।

পরিবার সূত্রে খবর, ফুসফুসের জটিলতায় দীর্ঘ কয়েক বছর ধরে চিকিৎসা চলছিল মেঘনাথনের। তবে শেষ রক্ষা হলো না। 60 বছর বয়সেই সংসারের মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন অভিনেতা। আজ অর্থাৎ 21 নভেম্বর শোরানুরের বাসভবনে শেষকৃত্য সম্পন্ন হবে তার। নিজের অভিনয়ের মাধ্যমে অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করেছিলেন মেঘনাথন। বাবা ছিলেন মালয়ালাম সিনেমা জগতের অন্যতম জনপ্রিয় প্রবীণ অভিনেতা বালান কে নায়ার।

মালায়ালাম ইন্ডাস্ট্রিকে অসংখ্য হিট মুভি উপহার দিয়েছেন অভিনেতা মেঘনাথন। তিন দশকের কেরিয়ারে মালয়ালাম ভাষায় 50 টিরও বেশি ছবিতে কাজ করেছেন তিনি। যার বেশিরভাগই দর্শকমহলে তুমুল সাড়া ফেলেছিল। বলা বাহুল্য, মেঘনাথনের জনপ্রিয় সিনেমাগুলির মধ্যে রয়েছে চামায়ম, রাজধনি, পঞ্চাগ্নি, চেঙ্কোল, ভূমিগীথাম, হাজি মহানয়া জোজি, ই পুজায়ুম, কদন্নু ও ভাস্তভাম, উদ্যানপালকম সহ একাধিক হিট মুভি।।

আরও পড়ুন: না ফেরার দেশে পাড়ি দিলেন ব্রিটেনের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট, বয়স হয়েছিল 86 বছর