Diljit Dosanjh: আমেরিকার ‘দ্য টুনাইট শো’-এর মঞ্চে জুড়ে দিলজিত ঝড়

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

আবারও একবার ভক্তদের মধ্যে সাড়া ফেললেন বিখ্যাত পাঞ্জাবী গায়ক এবং অভিনেতা দিলজিত দোসাঞ্জ (Diljit Dosanjh)। ভারতের ইতিহাসে এই প্রথমবার কোন পাঞ্জাবী গায়ক, তাঁর নিজের ভাষার গান গাইলেন আমেরিকার বিখ্যাত জিমি ফ্যালনের ‘দ্যা টুনাইট শো’তে। কিছুদিন আগেই ইমতিয়াজ আলি পরিচালিত ‘অমর সিং চমকিলা’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয়ের মধ্যে দিয়ে তিনি গোটা দর্শক মহলের মন জয় করেছিলেন।

সপ্তাহ খানিক আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় কার্যত হইচই ফেলে দেয় দিলজিতের আমেরিকার বিখ্যাত টক শো’তে যাওয়ার খবরটি। বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া এই শো’তে একাধিকবার অতিথি হয়ে গেলেও তিনি প্রতিবারই গিয়েছিলেন একজন হলিউড অভিনেত্রী হিসাবে। ভারতীয় শিল্পী হিসাবে দিলজিতই প্রথমবার পা রাখলেন এই শো’তে। অবশ্য শুধু পা রাখলেন বললে একেবারেই ভুল বলা হবে। তিনি এই শো’তে তাঁর দু’টি অত্যন্ত জনপ্রিয় ‘বর্ন টু সাইন’(Born to shine) এবং ‘গোট’(G.O.A.T)গানে কাঁপিয়ে দিলেন মঞ্চ।

আমেরিকান শো’তে গেলেও দিলজিত কিন্তু সেজেছিলেন তাঁর চিরাচরিত পাঞ্জাবী পোশাকেই। গায়ে চিকনের সাদা পাঞ্জাবী, মাথায় সাদা পাগড়ি এবং হাতে একটি ঘড়ি – এই ছিল সেদিনের পোশাক। গানের মাঝে মাঝেই তিনি আবার খানিক ভাংরাও নাচলেন, পাঞ্জাবী সর্দারের মতই বেশ কয়েকবার তা দিলেন নিজের গোঁফে। গানের শেষে শো-এর হোস্ট এবং বিখ্যাত কমেডিয়ান জিমি আর নিজের জায়গায় বসে থাকতে না পেরে উঠে এলেন মঞ্চে, জড়িয়ে ধরলেন দোসাঞ্জকে। এই ভিডিও বাইরে আসতেই, ভারত তো বটেই এমনকি পাকিস্তানের তাড়কারাও আপ্লুত হয়ে তাঁর ইন্সটাগ্রামের কমেন্ট সেকশনে অভিনন্দনের বন্যা বইয়ে দিচ্ছেন।

দিলজিত নিজের ইন্সটাগ্রাম আইডি থেকে কিছু রিল শেয়ার করেছেন জিমির সঙ্গে। সেখানে দেখা যাচ্ছে, তিনি জিমি ফ্যালনকে শেখাচ্ছেন ‘সাস রিঅ কাল’ বলতে। আরও একটি রিল-এ দেখা যাচ্ছে, দুই তাড়কা শো শুরু হওয়ার আগে নিজেদের হাতের গ্লাভস বিনিময় করছেন। দিলজিতের পরিচয় দিতে গিয়ে জিমি বলেন, দিলজিত হলেন এই গ্রহের সবচেয়ে বড় পাঞ্জাবী স্টার (Biggest Panjabi star of the planet)।

কৃষক আন্দোলন থেকে ‘কফি উইথ করণ’ – সবেতেই দিলজিতের সরল স্বাভাবিক মনোভাব মানুষের মনকে জয় করেছে প্রতিবার। তবে এইবার তিনি হয়তো আরও খানিকটা এগিয়ে গেলেন। বিদেশের মাটিতে গিয়ে নিজের সংস্কৃতির এইভাবে প্রচার তাঁকে ভক্তকুলে আরও জনপ্রিয় করে তুলবে তা বলার অপেক্ষা রাখে না।