New Bengali Film: কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের গল্পে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে, শীঘ্রই আসছে নতুন চমক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: বাংলাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের এক বিশেষ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে একটি সিনেমা(New Bengali Film)। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী মিঠুন চক্রবর্তীকে। সম্প্রতি এমন খবরই কানে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমের দৌলতে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে যে সিনেমা নির্মাণের কাজ শুরু হবে সেটি পরিচালনা করবেন কলকাতার অন্যতম চলচ্চিত্র পরিচালক মানসমুকুল পাল। মুখ্য চরিত্রে থাকবেন মিঠুন চক্রবর্তী এবং তার বিপরীতে মহিলা চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশী অভিনেত্রী আফসানা মিমি। সূত্রের খবর, খুব শীঘ্রই ছবির স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়ে যাবে। তবে তার আগে ছবির নির্মাতা একবার বাংলাদেশ ভ্রমণে গিয়ে উপন্যাসে উল্লিখিত বিভিন্ন জায়গা গুলি ঘুরে দেখবেন।

হুমায়ূন আহমেদের উপন্যাসে বর্ণিত বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া জায়গাগুলি ভ্রমণের পরই দেশে ফিরে চিত্রনাট্য লেখার কাজ শুরু করবেন পরিচালক মানসমুকুল। হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নিজের আসন্ন ছবি প্রসঙ্গে পরিচালক মানুসমুকুল জানান, ‘হুমায়ূন আহমেদের যে উপন্যাস অবলম্বনে ছবি তৈরি করছি তার স্ক্রিপ্ট লেখার আগে উপন্যাসে উল্লিখিত বাংলাদেশের ঢাকা, কিশোরগঞ্জ সহ অন্যান্য বেশ কিছু জায়গা ঘুরে দেখার আছে। জায়গাগুলি নিজে পরিদর্শন করলে এই উপলব্ধি থাকবে আমার, যার ফলে চিত্রনাট্য লেখা অনেক সহজ হবে।’

মানুসমুকুল আরও বলেন, ‘সিনেমাটির বেশিরভাগ শ্যুটিং হবে বাংলাদেশে। তবে বর্তমানে হাতে আরও 3টি ছবির কাজ থাকায় এই মুহূর্তে শ্যুটিং শুরু হচ্ছে না। হাতে থাকা ছবিগুলি শেষ করে তারপরেই হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে পরিকল্পিত ছবিটির কাজ শুরু হবে।’ যদিও লেখকের কোন উপন্যাস অবলম্বনে ছবিটি তৈরি হবে কিংবা ছবির নাম কী হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট উত্তর মেলেনি।

আরও পড়ুন: জিপিএসের দেখানো পথ অনুসরণ করে 50 ফুট উঁচু ব্রিজ থেকে নদীতে পড়ল গাড়ি, চালকসহ মৃত 3