Amitabh Bachchan: শাহরুখের বিখ্যাত পোজ নকল করলেন অমিতাভ, বিগ বি-র মুখে কিং খানের জনপ্রিয়তার প্রসঙ্গ

Published On:

Amitabh Bachchan: বলিউড(Bollywood) বাদশা শাহরুখ খানের হাত ছড়ানো সিগনেচার পোজ দেখার জন্য হাপিত্যেশ করে বসে থাকেন ভক্তরা। দেশের মাটি ছাড়িয়ে গোটা বিশ্বের নানান দেশে জনপ্রিয় কিং খানের এই স্টাইলিশ পোজ। মাঝেমধ্যেই একাধিক বলিউড তারকাকে পছন্দের অভিনেতার এই পোজ নকল করতে দেখা যায়। তবে শাহরুখ তো একজনই। সম্প্রতি বলিউডের আরেক স্তম্ভ অমিতাভ বচ্চনকেও(Amitabh Bachchan) শাহরুখ খানকে(Shah Rukh Khan) নকল করতে দেখা গিয়েছে। কৌন বনেগা ক্রোড়পতি সিজন 16 এর একটি শোতে প্রিয় শাহরুখের অতি পরিচিত পোজ নকল করেছেন বিগ বি।

আরও পড়ুনঃ উত্তর ইজরায়েলের বাসিন্দাদের ঘর ছাড়ার নির্দেশ দিল হিজবুল্লাহ

কৌন বনেগা ক্রোড়পতির সাম্প্রতিক একটি শোতে অন্যান্য দিনের মতোই সঞ্চালকের হট সিটে বসেছিলেন অমিতাভ। এদিন তার মুখোমুখি বসেছিলেন গুজরাটের হর্ষ উপাধ্যায় নামক এক ব্যবসায়ী। গোটা অনুষ্ঠানে বিচক্ষণতার সাথে খেলে সাড়ে 12 লাখ টাকারও বেশি পুরস্কার জিতে ফিরেছিলেন তিনি। এরপরই খেলার নিয়ম অনুযায়ী পরবর্তী কনটেস্টেন্ট হিসেবে রাঁচির রশ্মি কুমারীর নাম ঘোষণা করেন বিগ বি। প্রথমদিকে অমিতাভ বচ্চনের মুখে নিজের নাম শুনতে পেয়ে ভেবেছিলেন হয়তো ভুল করে ডেকে ফেলেছেন অভিনেতা। পরে সেই ভুল ভাঙে তার।

আরও পড়ুনঃ আলিয়ার মায়ের জন্মদিনে মেজাজ হারালেন রণবীর কাপুর, ঠিক কী হয়েছিল ?

সঞ্চালকের ডাকে হট সিটে গিয়ে বসেন রশ্মি। প্রতিযোগীর উদ্দেশ্যে অমিতাভ বলেন, তিনি ভেবেছিলেন হয়তো ভুল নাম ডেকে ফেলেছেন। এরপরই মহিলাকে চোখের জল মুছে ফেলার অনুরোধ করেন অভিনেতা। আবেগ ঘন মুহূর্ত মিটে গেলে শুরু হয় প্রশ্ন পর্ব। পেশায় ব্যাঙ্কার কর্মীকে একাধিক প্রশ্ন করতে করতেই ওঠে শাহরুখের প্রসঙ্গ। বলিউড বাদশার কথা উঠতেই নিজের সিটে বসে কিং খানের বিখ্যাত হাত ছড়ানো পোজ দেন অমিতাভ বচ্চন। তারপর শাহরুখের ছবি দেখিয়ে বলিউড স্টারের প্রশংসায় পঞ্চমুখ হন বিগবি। যেই দৃশ্য সমাজ মাধ্যমে আসতেই হইচই পড়ে গিয়েছে। বলা বাহুল্য,যাকে দেখে সিনেমায় হাতে খড়ি সেই অমিতাভ বচ্চন তার পোজ নকল করছেন, এই দৃশ্য দেখে কিং খান যে খুশিতে আত্মহারা হবেন একথা প্রায় নিশ্চিত।