Ambani Marriage: চোখ ধাঁধানো সোনা-রুপোর ছটা, আম্বানিদের বিয়ের কার্ড যেন রুপোর খনি

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

অরুণিমা মুখার্জী: ১২ই জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে, বৈদিক মতেই বিয়ে (Ambani Marriage) সারতে চলেছে আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্ট (Radhika Marchent)। আমন্ত্রণপত্র পাঠানোর কাজ তাই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবার নেট মাধ্যমে ভাইরাল হল সেই নিমন্ত্রণ পত্র। ভিডিওতে যা দেখা যাচ্ছে, তা দেখে তো চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড়। বিয়ের আমন্ত্রণ পত্র হিসাবে আম্বানিদের তরফ থেকে এবার পাঠানো হয়েছে একটা ছোটখাটো রুপোর মন্দির।

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট-এর বিয়ে নিয়ে প্রথম থেকেই উত্তাল হয়েছে নেটপাড়া। বিয়ের প্রথম প্রাক-বিবাহ অনুষ্ঠানে, বিশেষ তারকা হিসাবে নিমন্ত্রিত ছিলেন আমেরিকার জনপ্রিয় পপ গায়িকা রিহানা এবং দ্বিতীয় অনুষ্ঠানে এসেছিলেন কেটি পেরি। সেইসকল ভিডিও সামনে আসতেই কখনও উচ্ছ্বাস, কখনও সমালোচনা আবার কখনও ট্রোলিংয়ে মেতেছিল সোশ্যাল মিডিয়া। কিন্তু এইবার বিগত সমস্ত আয়োজনকেও যেন ছাপিয়ে গেল তাঁদের বিয়ের কার্ড।

বিয়ের কার্ডটি এসেছে তিনভাগে। প্রথম বাক্সটি খুলতেই দেখা যাচ্ছে রুপোর একটি ছোট মন্দির। বাক্সটি খোলা মাত্রই জ্বলে উঠছে একটি এলইডি আলো এবং সেই সঙ্গেই ধ্বনিত হচ্ছে শাস্ত্রীয় মন্ত্র। এই মন্দিরের চারদিকে চার কক্ষে রয়েছে গণেশ, রাধা-কৃষ্ণ, বিষ্ণু এবং দুর্গা মূর্তি। মন্দিরের ছাদ থেকে আবার ঝুলছে ছোট্ট ছোট্ট কয়েকটি ঘন্টা। দ্বিতীয় বাক্সে রয়েছে একটি রুপোর কার্ড। সেখানে একদিকে রয়েছে হিন্দু দেব-দেবীর ছবি এবং অন্যদিকে লেখা হয়েছে বিয়ের যাবতীয় তথ্য। এই বাক্সেই আবার আম্বানি পরিবারের তরফ থেকে হাতে লেখা একটি ছোট চিঠিও রয়েছে। সর্বশেষ বাক্সেও রয়েছে এলইডি আলো এবং সেখানেও উচ্চারিত হচ্ছে বিষ্ণু মন্ত্র। তৃতীয় বাক্সে একটি মসলিন কাপড়ের উপর হিন্দিতে খোদাই করা হয়েছে অনন্ত নামের ‘অ’ এবং রাধিকা নামের ‘র’।

তবে এই বাক্সের মূল আকর্ষণ হল দুর্গা, গণেশ এবং রাধা-কৃষ্ণ মিলিয়ে মোট চারটি সোনার ছোট মূর্তি। অনন্ত এবং রাধিকার বিয়ের ড্রেস কোর্ড হিসাবে ইন্ডিয়ান ফরমালকেই বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, পুত্রের বিয়ের নিমন্ত্রণ সারতে মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের বাড়িতে নিজেই গিয়েছিলেন মুকেশ আম্বানি।