বিক্রম ব্যানার্জী: পরিচালক তরুণ মনসুখানির হাউসফুল 5 ছবির শ্যুটিং চলছিল। ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছিলেন বলিউড তারকা অক্ষয় কুমার। অ্যাকশন বলার পর মুহুর্তে ছবির চরিত্রে নিজেকে সমর্পণ করেছিলেন আক্কি, ক্যামেরার চোখ শুধুমাত্র ফোকাস করেছিল তাঁকেই। এমন সময়ে আচমকা চোট পান অভিনেতা। সূত্রের খবর, দুর্ঘটনায় অক্ষয়ের চোখে আঘাত লেগেছে।
বেশ কিছু সূত্র মারফত খবর, মুম্বইয়ে (Mumbai) হাউসফুল 5 মুভির শ্যুটিং চলাকালীন ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করছিলেন খিলাড়ি। রোল, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন এসবের পাঠ চুকে গিয়েছিল আগেই। জটিল দৃশ্যটি উত্তরে দেওয়ার চেষ্টা করছিলেন অভিনেতা। ঠিক সেই মোক্ষম সময়ে কিছু একটা উড়ে এসে অভিনেতার চোখে ঢুকে যায়। তৎক্ষণাৎ যন্ত্রণায় ছটফট করতে শুরু করেন আক্কি। ছুটে আসেন চিকিৎসকরা। দীর্ঘ পর্যবেক্ষণের পর অভিনেতার চোখে ব্যান্ডেজ বেঁধে দেন তারা। বর্তমানে শ্যুটিং ছেড়ে বিশ্রামে রয়েছেন বলিউড তারকা।
সূত্র বলছে, বর্তমানে অভিনেতাকে ছাড়াই সিনেমার অন্যান্য ক্যারেক্টারদের নিয়ে শ্যুটিং চালিয়ে যাচ্ছেন পরিচালক। পরিস্থিতি যখন এমন ঠিক সেই মুহূর্তে খবর আসছে, বাঁধা কাটিয়ে শ্যুটিং সেটে ফিরতে মরিয়া অভিনেতা। পুনরায় অ্যাকশন শব্দ শুনতে উদগ্রীব হয়ে উঠেছেন তিনি। চাইছেন দ্রুত ক্যারেক্টারে ফিরতে। জানা গিয়েছে, হাউসফুল 5-এর একেবারে অন্তিম পর্বের শ্যুটিং চলছে। তাই শেষ মুহূর্তের সময় একেবারেই নষ্ট করতে চান না বলিউড রাজা। অনেকেই মনে করছেন, খুব শীঘ্রই সেটে ফিরবেন অক্ষয়।
উল্লেখ্য, হাউসফুল 5 ছবিটিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করছেন অতি পরিচিত রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, পরিচিত মুখ শ্রেয়াস তলপড়ে, চাংকি পান্ডে, নার্গিস ফাকরি এবং জ্যাকুলিন ফার্নান্দেজ। এ ছাড়াও আসন্ন সিনেমাটিতে দেখা যাবে, দিনা মারিয়া, বিখ্যাত কমেডিয়ান জনি লিভার, জ্যাকি শ্রফ, ফারদিন খান, সঞ্জয় দত্ত, নানা পাটেকর, সৌন্দর্য শর্মা, চিত্রাঙ্গদা সিং ও সোনম বাজওয়াকে।
আরও পড়ুন: তরুণীকে ধর্ষণ করেছেন কিলিয়ান এমবাপে! ধোপে টিকলো না অভিযোগ