Aishwarya Rai: ‘তুমি আমার হৃদয়, আমার আত্মা’, কাকে বলেছিলেন ‘অনন্ত প্রেম’ মনে করেন ঐশ্বরিয়া রাই? ভাইরাল পোস্ট

Published On:

Aishwarya Rai: ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চনের সম্পর্কের গুজব দ্রুত ছড়িয়ে পড়ছে। খবর এসেছে, ঐশ্বরিয়া আর বচ্চন বাড়িতে থাকেন না, মায়ের বাড়িতে থাকেন। তবে এটি এখনও নিশ্চিত করা হয়নি। ঐশ্বরিয়া এবং অভিষেক 18 বছর ধরে বিবাহিত এবং এই সময়কালে তাঁদের সম্পর্কের অনেক উত্থান-পতন ঘটেছে।

এদিকে, মুকেশ আম্বানির ছেলের বিয়েতে যখন ঐশ্বরিয়া ও অভিষেক বচ্চন পরিবারের সঙ্গেও হাজির হননি। তখন এই বিষয়টি নিয়ে নানা গুঞ্জন উঠতে শুরু করে। এখনও অবধি ঐশ্বরিয়া এবং অভিষেক এই বিষয়ে কোনও বিবৃতি দেননি, বা কেউ এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি। এমন পরিস্থিতিতে নিজের অনন্ত প্রেমের কথা মনে পড়ে গেল নায়িকার!

আরও পড়ুন: Saif Ali Khan: করিনাকে বিয়ে করাই কাল হল! সাইফ আলি খানকে খুনের হুমকি

Aishwarya Rai: কে এই অনন্ত প্রেম?

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই, সম্প্রতি মেয়ে আরাধ্যা বচ্চনের সাথে সাদা ম্যাচিং স্যুটে হাজির হন বাড়িতে। ঐশ্বরিয়া এদিন আসলে তাঁর বাবার জন্মবার্ষিকী উপলক্ষে বাড়িতে পৌঁছেছিলেন। সেখানেই বাবাকে স্মরণ করেছিলেন তিনি। সেখান থেকেই ফাঁস হয়ে গেল অভিনেত্রীর অনন্ত প্রেমের কথা। ভাইরাল হয়েছে মুহূর্ত।

ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রাই 2017 সালে মারা যান, তিনি ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। এদিন ঐশ্বরিয়া তাঁর বাবার জন্যই সোশ্যাল মিডিয়ায় একটি আবেগপূর্ণ পোস্ট করেছেন, যা দেখায় যে তিনি আজও তার বাবাকে কতটা মিস করেন।

ক্যান্সারে মারা গিয়েছেন তিনি

একটি পোস্টের মাধ্যমে নিজের জীবনের চিরন্তন ভালবাসা বলে ডাকেন বাবাকেই। সোশ্যাল মিডিয়ায় বাবাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ঐশ্বরিয়া রাই লিখেছেন- ‘শুভ জন্মদিন আমার চিরন্তন ভালোবাসা। আমার হৃদয়, আমার আত্মা।’

Aishwarya Rai: দেখুন এখানে

View this post on Instagram

A post shared by AishwaryaRaiBachchan (@aishwaryaraibachchan_arb)