বিক্রম ব্যানার্জী: রনবীর সিংয়ের পর এবার আরেক রণবীরকে নিয়ে বেসুরো হলেন বলিউডের প্রবীণ অভিনেতা মুকেশ খান্না(Mukesh Khanna)। সদ্য শেষ হয়েছে পরিচালক নীতেশ তিওয়ারির রামায়ণ ছবির শ্যুটিং। ছবির মুখ্য চরিত্র তথা রামের ভূমিকায় অভিনয় করেছেন কাপুর বাড়ির ছেলে রনবীর। আর তাতেই বেজায় অখুশি মুকেশ। রামায়ণ ছবিতে ঋষিপুত্রকে অযোগ্য দাবি করে বিস্ফোরক মন্তব্য ছুঁড়ে বসলেন বলিউডের পোড় খাওয়া অভিনেতা।
জনপ্রিয় টেলি সিরিজ শক্তিমান থেকে দর্শক মহলে নিজেকে মেলে ধরেছিলেন অভিনেতা মুকেশ খান্না। এরপর থেকে একাধিক হিন্দি ও দক্ষিণী ভাষার মুভিতে অভিনয় করেছেন তিনি। একবার শক্তিমান সিনেমায় রণবীর সিংয়ের শক্তিমান হওয়ার খবর কানে আসতেই তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন মুকেশ। জানা যায়, বলিউড তারকাকে নিয়ে একাধিক বেফাঁস মন্তব্যের পাশাপাশি রণবীর সিংকে প্রায় 3 ঘন্টা নিজের অফিসে বসিয়ে রেখেছিলেন ভারতের এই অভিজ্ঞ অভিনেতা। শুধু তাই নয়, দীর্ঘক্ষণ অভিনেতাকে অফিসে আটকে রেখেও শক্তিমান মুভির সন্ত্বে ছাড়পত্র দেননি মুকেশ খান্না।
তবে রণবীর সিংকে নিয়ে তিক্ত মনোভাব কেটে গিয়েছিল অনেক আগেই। তবে দীর্ঘ সময় পেরিয়ে ফের রামের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে রণবীর কাপুরের অভিনয় করার কথা শুনেই পুরনো ছন্দে ফিরে গিয়েছেন মুকেশ। রামায়ণ ছবিতে রামচন্দ্রের ভূমিকায় ঋষি পুত্রের অভিনয়ের কথা শুনেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন অভিনেতা। সেই সাথে আলিয়ার স্বামীকে নিয়ে একাধিক বেফাঁস মন্তব্য করেছেন তিনি। মুকেশ বলেন, অ্যানিমেল ছবিতে অভিনয় করার পর এখন রামের চরিত্রে রণবীরের অভিনয় করাটা যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলবে। আমি এটাই বলব, রামের চরিত্রে এমন একজন অভিনয় করুক যাঁকে দেখে অন্তত রামের মুখটা ভেসে ওঠে, সে যেন রাবণের মতো দেখতে না হয়।
এরপরই রণবীর কাপুরের বিরুদ্ধে তোপ দেগে কড়া ভাষায় মুকেশ খান্না জানান, রামায়ণের মতো গুরুত্বপূর্ণ মুভিতে রামের চরিত্রে অভিনয় করতে গেলে বাস্তব জীবনের যাবতীয় অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, যে আসল জীবনে লম্পট, ছ্যাঁচড়া পর্দাতেও তাঁর সেই বৈশিষ্ট্যই ফুটে উঠবে। রামের চিরত্রে অভিনয় করতে যোগ্যতা প্রয়োজন। এই ধরনের চরিত্রে নিজেকে শামিল করার আগে মদ খাওয়া, পার্টি করার মতো বিষয়গুলি ছাড়তে হবে। রণবীর প্রসঙ্গে মনের সুপ্ত ক্ষোভ উগরেই সিনেমা নির্মাতাদের নিশানায় আনেন মুকেশ। অভিনেতা বলেন, ছবির পরিচালকদের কাস্ট নির্বাচন করার ক্ষেত্রে যথেষ্ট সচেতন এবং বিচক্ষণ হতে হবে।
প্রসঙ্গত, কাপুর বংশের অন্যতম উজ্জ্বল তারকাকে বিঁধে একাধিক ক্ষোভ মিশ্রিত মন্তব্য করলেও বহু আগে মুক্তি পাওয়া আদিপুরুষ ছবির প্রধান চরিত্র তথা দক্ষিণী অভিনেতা প্রভাসের প্রশংসায় মুখ খুলেছেন ভারতের প্রবীণ অভিনেতা। প্রভাসকে নিয়ে তার বক্তব্য, তিনি এত বড় তারকা হওয়া সত্বেও তাঁকে রামের ভূমিকায় অভিনয় করার জন্য কেউ ডাকেনি। কারণ তিনি তো রামের মতো দেখতেই নন, এদিকে কাপুর বংশের বংশপ্রদীপকে মুখ্য চরিত্রে নেওয়া হয়েছে। তিনি তো দারুণ অভিনেতা। সম্প্রতি তাঁর অ্যানিম্যাল মুভি মুক্তি পেয়েছিল। সেই মুভির চরিত্রে অভিনয় করে রামের চরিত্রে অভিনয় করাটা দর্শক মহলে যথেষ্ট প্রভাব ফেলবে বলেই মনে করছেন অভিনেতা।