Viral: বিচ্ছেদ গুঞ্জনে জল ঢাললেন অমিতাভ পুত্র, আরাধ্যার 13তম জন্মদিনের পার্টিতে এক ছাদের তলায় অভিষেক-ঐশ্বর্য!

Published On:

বিক্রম ব্যানার্জী: বলিউডে এক সময়ে রাজত্ব করত যেই জুটি, বর্তমানে সেই ঐশ্বর্য-অভিষেকের বিচ্ছেদ গুঞ্জনে ভাসছে সমাজ মাধ্যম। দীর্ঘদিন ধরেই অমিতাভ পুত্রের বৈবাহিক সম্পর্ক নিয়ে দীর্ঘ কাটা ছেঁড়া করছেন নেট নাগরিকরা। তবে এবার সেইসব বিচ্ছেদ গুঞ্জনে জল ঢাললেন স্বয়ং অভিনেতা অভিষেক। মেয়ে আরাধ্যার 13তম জন্মদিনের পার্টিতে এক ছাদের তলায় দেখা গেল অভিষেক-ঐশ্বর্যকে!

গত 16 নভেম্বর আয়োজন করা হয়েছিল ঐশ্বর্য-অভিষেক কন্যা আরাধ্যার জন্মদিনের পার্টি। আর সেখানেই বাবাকে কাছে পেলে 14 অনূর্ধ্ব আরাধ্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও(Viral Video)। যেখানে আরাধ্যার জন্মদিনের পার্টিতে অভিষেক বচ্চনের উপস্থিতি লক্ষ্য করায় গিয়েছে। জন্মদিনের পার্টিতে নিজের এবং মেয়ে আরাধ্যার স্মরণীয় দিনটিকে জমজমাট করে তুলতে জমকালো আয়োজন করেছিলেন মা ঐশ্বর্য রাই। আর সেখানেই অভিনেতার উপস্থিতি চমকে দিয়েছে সকলকে।

উল্লেখ্য, প্লেটাইমইন্ডিয়া নামক এক প্রতিষ্ঠানের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে মেয়ে আরাধ্যার জন্মদিনের আয়োজনকারী ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপকে ধন্যবাদ জানিয়ে সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা দিয়েছেন অমিতাভ পুত্র অভিষেক। প্লেটাইমইন্ডিয়ার অন্য একটি ভিন্ন ভিডিওতে মেয়েকে জড়িয়ে ধরে ইভেন্ট গ্রুপকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাইও।

আরও পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে এবার পাকিস্তানের সাথে লড়বেন জয় শাহ!

ভিডিওটির সত্যতা যাচাই করেনি GNE বাংলা