Abhijeet Bhattacharya: ‘মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির জনক, ভারতের নয়’ ‘ওনাকে আমার ভুল করে জাতির জনক বানিয়েছি’, বাপুকে নিয়ে বিস্ফোরক গায়ক অভিজিৎ ভট্টাচার্য

Published On:

বিক্রম ব্যানার্জী: জাতির জনককে নিয়েও কাটাছেঁড়া? স্বাধীন ভারতের আড়ালে যে মানুষটার অবদান সর্বশ্রেষ্ঠ তিনিই জাতির জনক মহাত্মা গান্ধী। এবার এহেন একজন ব্যক্তিত্বকে নিয়ে উড়ে এলো বিতর্কিত মন্তব্য। আর এই মন্তব্য যিনি করেছেন তিনি হলেন ভারত তথা বলিউডের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য(Abhijeet Bhattacharya)। এদিকে গায়কের গলায় বাপুকে নিয়ে ভিন্ন সুর একবারেই মেনে নিতে পারছেন না ভারতের সুবুদ্ধিসম্পন্ন মানুষেরা।

ভারতের প্রধান স্বাধীনতা সংগ্রামীকে পাকিস্তানের জনক বলে উল্লেখ করেছেন অভিজিৎ। সম্প্রতি এক পডকাস্টে গান্ধীকে নিয়ে বেসুরো হয়েছেন গায়ক। সাংবাদিক শুভঙ্কর মিশ্রর মুখোমুখি হয়ে কিংবদন্তি সংগীতশিল্পী ওরফে সুরকার আর ডি বর্মনকে নিয়ে কথা বলতে বলতেই বাপুর প্রসঙ্গ টানেন অভিজিৎ। গায়ক বলেন, পঞ্চম দা মহাত্মা গান্ধীর চেয়েও বড় ছিলেন। মহাত্মা গান্ধী জাতির জনক হলে, তিনি ছিলেন সংগীত জগতের জাতির জনক।

‘সুনো না সুনো না’ গানের সুকণ্ঠী আরও বলেন, পঞ্চম দা মহাত্মা গান্ধীর থেকেও জনপ্রিয় ছিলেন। তিনি আসলে ছিলেন সংগীতের রাষ্ট্রপিতা। এরপরই নিজের বক্তব্যে বিতর্ক যোগ করেন গায়ক। কিংবদন্তি শিল্পী পঞ্চমের প্রশংসায় ভেসে অভিজিৎ বলেন, মহাত্মা গান্ধী পাকিস্তানের জাতির জনক, ভারতের নয়। ভারত সবসময়ই ছিল। তৈরি হয়েছে পাকিস্তান। আমরা সাধারণত ভুল করে মহাত্মা গান্ধীকে আমাদের জাতির জনক বানিয়েছি।

প্রসঙ্গত, বাপুকে নিয়ে আলোচিত একই পডকাস্টে বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়েও মন্তব্য করেন অভিজিৎ। কিং খান প্রসঙ্গে গায়কের বক্তব্য, শাহরুখ খানের ক্লাসটাই আলাদা। তিনি অন্যদের থেকে অনেকটাই ভিন্ন। শাহরুখ প্রসঙ্গে কথা বলতেই ওঠে ভাইজানের প্রসঙ্গ। আর তাতেই ক্ষুব্ধ হয়ে যান বলিউড সিঙ্গার। সলমানের বিষয়ে অভিজিতের সংযোজন, সলমান খান এখনও সেই পর্যায়ে যায়নি, যে তাঁকে নিয়ে আলোচনা করতে হবে। তাই দয়া করে টপিকটা পরিবর্তন করুন। এর আগে পথে ঠাঁই হওয়া অসহায় মানুষদের ওপর দিয়ে গাড়ি চালানোর প্রসঙ্গে বলিউড তারকাকে এক হাতে নিয়েছিলেন অভিজিৎ। সেবার ভাইজানের প্রসঙ্গে দারুবাজ, ঠরকির মতো নানান কু মন্তব্য উঠে এসেছিল গায়কের গলায়।

আরও পড়ুন: সেঞ্চুরির আক্ষেপ ঘুঁচে গেল নিমেষে! আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে নতুন রেকর্ড গড়ে ফেললেন মান্ধানা