বিক্রম ব্যানার্জী: আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে 6 জন মহাকাশচারীর(Astronauts) কাটানো একদিনের মুহূর্তকে নিজের আরবিটাল বইয়ের পাতায় জলজ্যান্ত রূপ দিয়েছিলেন ব্রিটেনের লেখিকা সামান্থা হার্ভে। তার লেখা বইয়ে মহাকাশচারীদের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষের কথা উল্লেখ করা হয়েছে। নিজের সৃজনশীলতার প্রতীক হিসেবে মহাকাশচারীদের নিয়ে বই লিখে মঙ্গলবার বুকার পুরস্কার(Booker prize) পেলেন লেখিকা সামান্থা।
মঙ্গলবার অর্থাৎ 12 নভেম্বর বিচারকদের সিদ্ধান্তে 2024 সালের বুকার পুরস্কার জিতেছেন সামান্থা। বিচারক মন্ডলীর চেয়ারপার্সন এডমন্ড ডে ওয়াল এ বিষয়ে জানান, ‘আরবিটাল বইটি সকল বিচারকদের সম্মতি নিয়েই পুরস্কারের জন্য চূড়ান্ত করা হয়েছিল। বিচারকরা নিজেদের মধ্যে আলোচনা করে লেখিকা সামান্থা হার্ভেকে জয়ী ঘোষণা করেছেন।’
সামান্থার বইটিকে ক্ষতবিক্ষত পৃথিবীর গল্পের তকমা দিয়ে ওয়াল আরও বলেন, ‘আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের 6 জন দক্ষ মহাকাশচারীর পৃথিবী প্রদক্ষিণ, টাইম জোনের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ ও সীমানা পর্যবেক্ষণ নিয়ে লেখা আরবিটাল বইয়ের গল্পে মহাকাশচারীরা প্রত্যেকেই বিষয়বস্তু, আবার তারা কেউই বিষয়বস্তু নন।’
অন্যদিকে নিজের প্রাপ্য সম্মান হিসেবে বুকার পুরস্কার পাওয়ার পর সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে সামান্থা বলেন, ‘পুরস্কার হিসেবে যে 50 হাজার পাউন্ড পেয়েছেন তা তিনি পৃথিবীর পক্ষে সরব থাকা, অন্যের হয়ে কথা বলা ও মানুষের জন্য কাজ করা ব্যক্তিদের উৎসর্গ করতে চান।’
আরও পড়ুন: মুসলিম যাত্রীদের জন্য নয়া নিয়ম এয়ার ইন্ডিয়ার! থাকছে না হালাল খবরের ব্যবস্থা
প্রসঙ্গত, মহাকাশচারীদের নিয়ে লেখা সামান্থা হার্ভের আরবিটাল বইটি 136 পৃষ্ঠার। যা বুকার জয়ী বইগুলির মধ্যে দ্বিতীয় সংক্ষিপ্ত বই হিসেবে আত্মপ্রকাশ করেছে। এমনকি এটিই মহাকাশচারীদের নিয়ে লেখা প্রথম বই যা বুকার পুরস্কার জিতল। সূত্রের খবর, বিশ্বজুড়ে করোনা মহামারী চলাকালীন লকডাউন পরিস্থিতিতে বাড়িতে বসে বইটির বেশিরভাগটাই লিখেছেন সামান্থা।