বিক্রম ব্যানার্জী: ন্যাশনাল ওয়েমেন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে করাচির একটি হোটেলে উঠেছিলেন মহিলা ক্রিকেটাররা(cricketers)। সোমবার সেই হোটেলেই( Hotel) ভয়াবহ আগুন(Fire) লাগে। সূত্রের খবর, ওই সময়ে হোটেলের(Hotel) ভিতরে ছিলেন 5 জন খেলোয়াড়। তবে অগ্নিকাণ্ডের(Fire) ঘটনায় তাদের কোনও ক্ষতি হয়নি। যদিও ক্রিকেটারদের(cricketers) জানালার কাঁচ ভেঙে উদ্ধার করা না গেলে প্রাণহানির ঘটনা ঘটতে পারত।
মহিলা ক্রিকেটারদের হোটেল থেকে উদ্ধার করে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় খেলোয়ারদের ব্যাট থেকে শুরু করে যাবতীয় সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গিয়েছে। চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের অন্যান্য ম্যাচগুলিতে অংশগ্রহণের আগে খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্ন তুলে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কাঠগড়ায় এনেছেন অনেকেই।
যদিও খেলোয়াড়দের সাথে ভয়ানক ঘটনার পরই গোটা টুর্নামেন্টটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। বর্তমানে অন্যান্য ম্যাচগুলি বাতিল করে লীগ টেবিলের শীর্ষে থাকা দুটি দলকে নিয়ে ফাইনাল আয়োজন করার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। পিসিবি-র তরফে জানানো হয়েছে, জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের ম্যাচগুলি পুনরায় আয়োজন করতে হলে এই মুহূর্তে করাচি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের কোনও হোটেলে 100 টি উন্নত মানের রুম দরকার।
বর্তমানে সেই ব্যবস্থা নেই। কাজেই খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে টুর্নামেন্টের দৈর্ঘ্য কমিয়ে আনা হল। তবে অন্যান্য ম্যাচ বাদ রেখে ফাইনাল ম্যাচটি কবে নাগাদ আয়োজন করা হতে পারে এই বিষয়ে স্পষ্ট করে কিছুই জানানো হয়নি।
আরও পড়ুন: বিক্ষোভে উত্তাল নিউজিল্যান্ড! অধিকারের দাবিতে পথে নামলেন 35 হাজার মাওরি