Nuclear Bombs: আমেরিকা রাশিয়া-চিন-উত্তর কোরিয়ায় পারমাণবিক বোমা ফেললে যা হবে…

Published On:

বিক্রম ব্যানার্জী: ইউক্রেন-রাশিয়া যুদ্ধে না চাইতেও একপ্রকার ঢুকে পড়েছে আমেরিকা। শেষ মাসের প্রেসিডেন্ট মেয়াদে ইউক্রেনকে হাত খুলে অস্ত্র সাহায্য করছেন বাইডেন। এছাড়াও আমেরিকার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার বুকে জোরালো আঘাত হানার অনুমোদনও আগেই পেয়ে গিয়েছে ইউক্রেন। এহেন পরিস্থিতিতে আমেরিকার ওপর বেজায় ক্ষুব্ধ মস্কো।

আমেরিকার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও সতর্কতা দিয়েছে পুতিনের দেশ। সেই সাথে ইউক্রেনকে সাহায্য করে রাশিয়ার দুঃসময় ডেকে আনার পেছনে আমেরিকাকে কাঠগড়ায় তুলেছে রুশ মিত্র উত্তর কোরিয়াও। ফলত এই সংঘাতের পরিস্থিতিতে বারংবার উঠে আসছে পারমাণবিক অস্ত্রের(Nuclear Bombs) প্রসঙ্গ। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার প্রতিটি পদক্ষেপ বিশ্বযুদ্ধের পূর্ব মুহূর্তের স্মৃতি উসকে দিচ্ছে। কাজেই অনেকেরই কৌতুহল রয়েছে এই সংঘাত যদি পরমাণু(Nuclear Bombs) যুদ্ধের রূপ নেয় তাহলে ঠিক কী পরিণতি হবে?

আমেরিকা যদি রাশিয়া, চিন অথবা উত্তর কোরিয়ার ওপর পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে সেক্ষেত্রে ঠিক কী পরিস্থিতি হতে পারে তা জানার জন্য আগ্রহ প্রকাশ করছেন অনেকেই। এই বিষয়ে আমেরিকার এক অতি পরিচিত ম্যাগাজিন সংস্থাকে একটি মানচিত্র দেখিয়েছেন পারমাণবিক প্রযুক্তির অধ্যাপক এবং ইতিহাসবিদ অ্যালেক্স ওয়েলারস্টেইন। তার তৈরি মানচিত্রে দেখানো হয়েছে আমেরিকা যদি উত্তর কোরিয়া, রাশিয়া অথবা চিনের রাজধানীতে পারমাণবিক বোমা হামলা চালায় সেক্ষেত্রে ঠিক কী পরিস্থিতি হতে পারে সেই বিষয়ে।

ওয়েলারস্টেইন তার মানচিত্র বর্তমানে আমেরিকার অস্ত্রাগারে থাকা সর্ববৃহৎ পারমাণবিক অস্ত্র B-83 প্রয়োগ করলে কী হবে সেই বিষয় জানিয়েছেন। তিনি বলেন, এই পারমাণবিক অস্ত্র প্রয়োগ করে বিস্ফোরণ ঘটানো হলে 1.59 বর্গমাইলের মধ্যে থাকা সবই বাষ্পে পরিণত হবে। তাছাড়াও এই অস্ত্র 67.7 বর্গমাইল ব্যাসার্ধের মধ্যে থাকা ভবনগুলোকে ধুলিস্যাৎ করার ক্ষমতা রাখে। পাশাপাশি এই পারমাণবিক বোমা 535 বর্গমাইলেরও বেশি এলাকা নিজের দখলে আনতে পারবে। তবে এই বিস্ফোরণ পারমাণবিক অস্ত্র B-83 যদি রাশিয়ার রাজধানী মস্কোতে বিস্ফোরণ ঘটায় সেক্ষেত্রে 24 ঘণ্টার মধ্যে 1 কোটি 37 লাখেরও বেশি মানুষের মৃত্যু ঘটবে। সেই সাথে আক্রান্ত হবেন অন্তত 3 কোটি 80 লাখ মানুষ।

এই একই ঘটনা যদি চিনের রাজধানী বেইজিংয়ের ক্ষেত্রে ঘটে সেক্ষেত্র আমেরিকান পারমাণবিক অস্ত্রটি বেইজিংয়ের 1 কোটি 54 লাখ মানুষের প্রাণ নেবে মাত্র 24 ঘন্টায়। এছাড়াও আহত হবেন প্রায় 2 কোটি 34 লাখ মানুষ। অন্যদিকে রাশিয়ার মিত্রশক্তি উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে যদি এই সমগোত্রীয় পারমাণবিক হামলা হয় সেক্ষেত্রে পিয়ংইয়ং জুড়ে 24 ঘণ্টার মধ্যে প্রায় 1 কোটি 33 লাখ মানুষের মৃত্যু হবে। পাশাপাশি আহতের সংখ্যা ছাড়াবে 1 কোটি 10 লাখের গণ্ডি।

আরও পড়ুন: ‘ভারতীয় হিন্দুদের কোনও জায়গা নেই এখানে!’ বাংলাদেশে ব্যক্তিগত কাজে গিয়ে আক্রান্ত বেলঘড়িয়ার সায়ন