Israel attack: শনিবার ভোরে ইরানের(Iran) আক্রমণের পাল্টা জবাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে ইজরায়েল(Israel attack)। যদিও ইতিমধ্যেই মিশন সম্পূর্ণ করে ইরানে হামলার সমাপ্তি ঘোষণা করা হয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারির তরফে। এহেন পরিস্থিতিতে বারংবার প্রশ্ন উঠেছে দুই দেশের সংঘাতে আমেরিকার(America) হস্তক্ষেপ নিয়ে। এবার সেই সব প্রশ্নের জবাবে মুখ খুলল যুক্তরাষ্ট্র। ইরানে হওয়া ইজরায়েলি হামলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও যোগ নেই বলেই দাবি করেছে প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
এক জনপ্রিয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা ইজরায়েলের ইরান আক্রমণ প্রসঙ্গে জানিয়েছেন। তার স্পষ্ট বক্তব্য, শনিবার ভোরে ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে এই বিষয়ে জানিয়েছিল ইজরায়েল। তবে দুই দেশের সংঘর্ষে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিষয়টি নস্যাৎ করেন তিনি। মার্কিন প্রতিরক্ষা কর্মীর তরফে সাফ জানানো হয়, ইরান ও ইজরায়েলের সংঘর্ষের পরিস্থিতি সম্পর্কে জানলেও তাতে যোগ নেই যুক্তরাষ্ট্রের।
আরও পড়ুনঃ তছনছ জমির ফসল, ভেঙেছে গাছ-বাড়ি, পূর্ব মেদিনীপুরে জারি বৃষ্টির দাপট
প্রসঙ্গত, ইজরায়েল যখন ইরানের রাজধানী তেহরানে হামলা চালাচ্ছে সেই সময়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden) ও ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস নির্বাচনী প্রচারে ব্যস্ত। তবে সূত্র বলছে, শনিবার ইরানে হওয়া ইজরায়েলি হামলা সম্পর্কে অভিহিত বাইডেন। দুই দেশের সংঘর্ষ পরিস্থিতির দিকেও নজর রয়েছে তার। তবে সদ্য ইজরায়েলের হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্লা কোন দিকে ভারী সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট বক্তব্য মেলেনি।