বিক্রম ব্যানার্জী: রাশিয়ায় ইউক্রেনের হামলার পরই তার পাল্টা জবাব দিয়েছে মস্কো। দুই পক্ষের আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে বিরাট যুদ্ধের আভাস পাচ্ছে গোটা বিশ্ব। এহেন পরিস্থিতিতে ইউক্রেনকে তার ক্ষমতা স্মরণ করিয়ে বড়সড় হামলার হুঁশিয়ারি দিয়েছে পুতিন(Vladimir Putin)। তিনি বলেন, আমেরিকা ও ব্রিটেন নিজেদের শক্তিশালী অস্ত্র ইউক্রেনকে সঁপে দেওয়ার মধ্যে দিয়ে ইউক্রেন-রাশিয়া যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধে পরিণত করছে। পশ্চিমাদের পাল্টা জবাব দেওয়া হবে।
আমেরিকা ও ব্রিটেনের যৌথ সামরিক সহায়তায়(অস্ত্র) ফুলেফেঁপে উঠছে ইউক্রেন। যার ইঙ্গিত প্রতি মুহূর্তে জানান দিচ্ছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট পুতিন জানান, ‘আমেরিকা ও ব্রিটেনের ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর পরই মিড রেঞ্জর হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে রাশিয়া। ইউক্রেন নিজেকে সংযত না করলে এই ধরনের হামলা আরও হবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন পুতিন।’ মূলত এই ধরনের অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর পূর্বে নাগরিকদের সতর্ক করা হবে বলেই জানানো হয়েছে।
পুতিন আরও বলেন, ‘আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পরই গত 19 নভেম্বর আমেরিকার তৈরি দূরপাল্লার 6টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে রাশিয়ার বুকে কম্পন ধরিয়েছে ইউক্রেন। তাছাড়াও গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ব্রিটেনের স্টর্ম শ্যাডো ও আমেরিকার এইচআইএমএআরএস ক্ষেপণাস্ত্র দিয়ে ফের রাশিয়ায় হামলা চালিয়েছে জেলেনস্কির দেশ।’ ফলত, মিত্রশক্তিদের আশকারায় ইউক্রেনের দাপাদাপি যে একেবারেই মেনে নেবে না রাশিয়া, সে কথা পুতিনের বক্তব্যের মধ্যে দিয়ে একপ্রকার জলের মতো স্পষ্ট।
আরও পড়ুন: ভিডিও কলে বার ডান্সারকে ফ্লাইং কিস তৃণমূল বিধায়কের, নিন্দায় সরব নেট নাগরিকরা