বিক্রম ব্যানার্জী: রাশিয়ার(Russia) মাটিতে ভয়ঙ্কর ড্রোন হামলা চালাল ইউক্রেন(Ukraine)। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তুলার এক রাসায়নিক কারখানায় শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এই ড্রোন হামলা চালানো হয়েছে বলেই খবর। যদিও শত্রু পক্ষের হামলার কথা স্বীকার করেনি রুশ কর্তৃপক্ষ। গোটা বিষয়েটি সামনে আসে এক মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন মারফত।
আরও পড়ুন: কাটল দীর্ঘ 22 বছরের খরা! অস্ট্রেলিয়া শিবিরে ধ্বস নামিয়ে 8 উইকেটে জয়ে পেল পাকিস্তান
রাশিয়ার রাজধানী মস্কোর প্রায় 120 মাইল দক্ষিণে অবস্থিত তুলার রাসায়নিক কারখানাকে টার্গেট করে হামলাটি চালানো হয়েছে বলেই জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা। মূলত রাশিয়ার পশ্চিম অঞ্চলের শিল্প স্থাপত্যগুলিকে ধ্বংস করে নিজেদের অবস্থান জানান দেওয়ার উদ্দেশ্যেই ড্রোন হামলার ঘটনাটি ঘটিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনীর একাংশ।
মনে করা হচ্ছে, রাশিয়ার শিল্পাঞ্চলগুলিকে ক্ষয়ক্ষতির মুখে দাঁড় করানো ও সেগুলিকে দুর্বল করার উদ্দেশ্যে এই ঘটনাটি কিয়েভের কৌশলের বাস্তবায়ন। তবে শনিবারের ড্রোন হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করেনি ইউক্রেনের কর্মকর্তারা। ইউক্রেনের এই ড্রোন হামলা রাশিয়ার সামরিক অভিযানে ব্যাঘাত ঘটাতে কিংবা নিরাপত্তা জনিত ব্যবস্থার ক্ষেত্রে হুমকি জানান দিতে করা হয়েছে কিনা সে বিষয়টিও স্পষ্ট নয়।
প্রসঙ্গত, বিগত কয়েক মাসে ইউক্রেনীয় সরকার ড্রোন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি সেগুলি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে কিনা তা নিয়েও জোর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বলেই খবর। ফলত ধারণা করা যায়, সাম্প্রতিক ড্রোন হামলার মাধ্যমে হয়তো বড়সড় স্থল সংঘর্ষে না জড়িয়ে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ইউক্রেনের আঘাত করার ক্ষমতার আভাস দেওয়া হয়েছে।