বিক্রম ব্যানার্জী: শুক্রবার গভীর রাতে মস্কোতে ড্রোন হামলা চালানোর কথা আগেই জানিয়েছিল ইউক্রেনীয় কর্মকর্তারা। রবিবার সেই হামলায় নতুন মাত্রা যোগ করল ইউক্রেন(Ukraine)। সূত্রের খবর, এদিন রাশিয়ার(Russia) রাজধানী মস্কোতে 34টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে জেলেনস্কির দেশ। যা রাশিয়ার সাথে ইউক্রেনের সংঘাতের পর সবচেয়ে বড় ড্রোন হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।
আরও পড়ুন: ভারত বয়কটের হুঁশিয়ারি পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফের
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক টানা 3 ঘন্টারও বেশি সময় ধরে মস্কোর পাশাপাশি রাশিয়ার পশ্চিম অঞ্চলের বিভিন্ন এলাকায় 36টি ড্রোন মিসাইল নিক্ষেপ করেছে ইউক্রেন। তবে রুশ মন্ত্রণালয় জানিয়েছে সেগুলির সবকটি ধ্বংস করা হয়েছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনীর তরফে। এছাড়াও মন্ত্রণালয় জানায়, রাশিয়ার ভূখণ্ডে জোরালো আঘাত হানার জন্য মুখিয়ে রয়েছে কিয়েভ সরকার। সাম্প্রতিক হামলাগুলি তারই প্রতিফলন।
সূত্র বলছে, মস্কো এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ভয়াবহ ইউক্রেনীয় ড্রোন হামলয় দু একজন আহত হয়েছেন। তবে কারও মৃত্যুর খবর মেলেনি। ইউক্রেনীয় বর্বরতার উল্লেখ করে রাশিয়ার ফেডারেল বিমান পরিবহন সংস্থা জানিয়েছে, মস্কোর শেরমেটিয়েভো, ডোমোডেডোভো সহ বেশ কয়েকটি বিমানবন্দরের 36 টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল। শুক্রবার রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত রাশিয়ায় হওয়া ইউক্রেনীয় ড্রোন হামলার প্রতিবাদে 145 টি ড্রোন নিক্ষেপ করা হয় রাশিয়ার তরফে। তবে ইউক্রেন জানায় সেগুলির অর্ধেকের বেশি ধ্বংস করা হয়েছে আকাশ প্রতিরক্ষা বাহিনীর তরফে।