John Prescott: না ফেরার দেশে পাড়ি দিলেন ব্রিটেনের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট, বয়স হয়েছিল 86 বছর

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: চলে গেলেন ব্রিটেনের(UK) প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লর্ড জন প্রেসকট(John Prescott)। বৃহস্পতিবার ব্রিটেনের (UK)এক সেবাকেন্দ্রে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি(John Prescott)। মৃত্যুকালে বয়স হয়েছিল 86 বছর। দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য জনিত নানান সমস্যায় ভুগছিলেন প্রেসকট(John Prescott)।

1997 সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়ী হলে সরকার গঠনের পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন টনি ব্লেয়ার। সেই সময়ে ক্ষমতাসীন সরকারের উপ-প্রধানমন্ত্রী হিসেবে একটানা 10 বছর কাজ করেছেন জন। একজন ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিলেন জন প্রেসকট।

পরিবার সূত্রে খবর দীর্ঘ কয়েক বছর ধরে স্বাস্থ্য জনিত বেশ কিছু সমস্যায় ভুগছিলেন জন। সংবাদ মাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জনের পরিবার জানায়, উপপ্রধানমন্ত্রী জন প্রেসকট আলঝেইমার নামক এক বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। জানা যায় ভয়ঙ্কর রোগটি কোনও রকম লক্ষণ ছাড়াই মানুষের শরীরে বাসা বাঁধে। যা এক ধরনের স্নায়বিক অবক্ষয়মূলক রোগ।

চিকিৎসকদের মতে, বয়স বাড়ার সাথে সাথে এই রোগও তার রুদ্রমূর্তি ধারণ করে। বাস্তবে এই রোগের তেমন কোনও চিকিৎসা নেই। রোগটি শরীরে জাঁকিয়ে বসার পরই মৃত্যু হয় রোগীর। কাজেই বয়স বেশি হওয়ায় মারণ রোগ আলঝেইমার প্রাণ কেড়ে নিল জন প্রেসকটের। প্রাক্তন উপ-প্রধানমন্ত্রীর মৃত্যুতে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

আরও পড়ুন: প্যারোলে অর্পিতাকে মুক্তি দিল আদালত, জেলবন্দি রইলেন পার্থ