বিক্রম ব্যানার্জী: ইউক্রেনের(Ukraine) আকাশে ঘনাচ্ছে বিপদের কালো মেঘ! রাশিয়া-ইউক্রেন চলমান সংঘর্ষের মধ্যেই কুরস্ক সীমান্ত অঞ্চলে শত্রুপক্ষের অগ্রসর হওয়ার কথা জানিয়ে সতর্কতা জারি করেছে ইউক্রেন। সূত্রের খবর, ইউক্রেনের কুরস্ক অঞ্চলে যাওয়ার জন্য অন্তিম পর্বের প্রস্তুতি সারছেন হাজার হাজার রুশ(Russia) সেনা। বিপদের আশঙ্কা করে ইতিমধ্যেই সেই কথা জানিয়েছেন ইউক্রেনের শীর্ষ সেনা কমান্ডার।
আরও পড়ুন: ইজরায়েলকে শিক্ষা দিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
সোমবার নিজের টেলিগ্রাম হ্যান্ডেল থেকে সতর্কবার্তা দিতে ইউক্রেন সামরিক বাহিনীর জেনারেল ওলেকসান্দার সিরস্কি জানান, ইউক্রেনের সেনাদের হটিয়ে অধিকৃত ভূখণ্ড পার করে দেশের আরও অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে রাশিয়ার সামরিক বাহিনী। গত আগস্টে ইউক্রেনের কুরস্ক অঞ্চল দখলের পর পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রাম নিজেদের আওতায় নিয়ে আসে রুশ বাহিনী। এছাড়াও চলমান সংঘর্ষে সম্প্রতি ওই কুরস্ক সীমান্তে 300-রও বেশি ইউক্রেনীয় সেনার প্রাণ কেড়েছে রাশিয়া।
সেই সাথে ইউক্রেনের একাধিক যুদ্ধযান ও সামরিক অস্ত্রশস্ত্র ধ্বংস করেছে তারা। এবার সেই পথেই নিজেদের দখল আনতে মরিয়া পুতিনের সেনারা। এদিকে ইউক্রেনের কয়েকজন আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, দেশের দক্ষিণ অংশ বরাবর বিমান হামলা চালিয়ে 6 জনের প্রান নিয়েছে রাশিয়ার সেনা বাহিনী। পাশাপাশি জাপরিঝিয়াতে কমপক্ষে 12 জনের আহত হওয়ার খবর মিলেছে।
প্রসঙ্গত, এক অতি পরিচিত আমেরিকান সংবাদ সংস্থার তরফে জানানো হয়, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পরই ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন সংঘাত নিয়ে ফোনে কথা বলেছেন ট্রাম্প। জানা যায়, সেই ফোনালাপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানিয়ে পুতিনকে ইউরোপে আমেরিকার পর্যাপ্ত সেনা উপস্থিতি ও সার্বিক ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়েছিলেন নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট। যদিও ক্রেমলিন সোমবার ট্রাম্প-পুতিনের কথোপকথনের বিষয়টিকে অস্বীকার করেছেন। একই ভঙ্গিতে গোটা বিষয়টি নাকচ করে ক্রেমলিন মুখপাত্র পেসকভ বলেন, এই ঘটনা একেবারেই মিথ্যা। ট্রাম্পের সাথে পুতিনের কোনও রকম বার্তা বিনিময় বা ফোনালাপ হয়নি।