Anti-Trump protest: আমেরিকায় চলছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ, হাজার হাজার জনগণের সাথে পা বাড়িয়েছেন বুদ্ধিজীবীরাও!

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর যেমন অসংখ্য শুভেচ্ছা বার্তায় ভেসেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) ঠিক তেমনই তার জয় হতাশার কারণ হয়ে উঠেছে হাজার হাজার সাধারণ মানুষের। শনিবার ট্রাম্পের জয়কে নিশানায় এনে আমেরিকার বিভিন্ন শহরে বিক্ষোভ প্রদর্শন(Anti-Trump protest) করেন কয়েক হাজার জনগণ। মূলত নারীদের গর্ভপাতের বিরোধিতা ও অভিবাসীদের দেশ ছাড়া করার অঙ্গীকারকেই কাঠগড়ায় তুলে এদিন ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হাজার হাজার মানুষ। বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সিয়াটল ও নিউইয়র্কেও।

আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফির টেস্ট খেলতে অস্ট্রেলিয়ান দলে ডাক পেলেন ম্যাকসুয়েন

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করে এদিন আমেরিকার বিভিন্ন শহর বিশেষত নিউইয়র্কের রাস্তায় নামেন শয়ে শয়ে মানুষ। সাধারণ মানুষের সাথে এদিন পা বাড়িয়েছিলেন বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন পরামর্শক গ্রুপের কর্মকর্তারাও। বিক্ষোভকারীদের বক্তব্য, ‘তারা তাদের নিজেদের স্বার্থে লড়াই করছেন। ন্যায় বিচারের দাবিতে তারা অনড়। মিস্টার প্রেসিডেন্ট, নারীরা তাদের স্বাধীনতার জন্য আর কত অপেক্ষা করবে, এই বিক্ষোভ থেকে তারা পিছু হটবে না।’ ন্যায় বিচারের দাবিতে বেশ কয়েকজনকে স্লোগান দিতেও শোনা যায়। অধিকাংশের গলায় এদিন ভেসে উঠছিল, ‘আমরা এখানে আছি এবং আমরা চলে যাচ্ছি না’ স্লোগান।

ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ারের সামনেও এদিন বিক্ষোভকারীদের ভিড় করতে দেখা গিয়েছিল। পাশাপাশি ট্রাম্প বিরোধী শিবিরের একটা বড় অংশ উপস্থিত হয়েছিলেন ওয়াশিংটন ডিসিতেও। বিভিন্ন স্লোগান মিশ্রিত প্ল্যাকার্ড নিয়ে হেরিটেজ ফাউন্ডেশনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করছিলেন তারা। বিশেষত নারীদের সম্মান রক্ষা ও স্বাধীনতার দাবিতেই এদিন হাতে লেখা বোর্ড ও প্ল্যাকার্ড নিয়ে অপেক্ষা করছিলেন বিক্ষোভকারীরা। উঁচু সরে শোনা যাচ্ছিল ‘আমাদের বিশ্বাস আমরা জিতব!’ স্লোগান। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, সিয়াটল ছাড়াও পেনসিলভেনিয়ার পিটসবার্গ, ওরেনগের পোর্টল্যান্ড শহর সহ আমেরিকার একাধিক অঞ্চলেজুড়ে শুক্রবার ট্রাম্পের জয় ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন কয়েক হাজার মানুষ। প্রত্যেকেরই একটাই স্লোগান, আমরা পিছু হটব না, আমরা জিতব!।