Syria: গৃহযুদ্ধ কবলিত সিরিয়ায় আটকে 90 জন ভারতীয়, দ্রুত দেশে ফেরার নির্দেশ প্ররাষ্ট্রমন্ত্রকের, একই পথে হাঁটছে রাশিয়াও

Published On:

বিক্রম ব্যানার্জী: বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে সিরিয়ার(Syria) উত্তেজনা চরমে উঠেছে। দেশটির একের পর এক শহর কবজা করছে দুষ্কৃতীরা। এহেন আবহে একপ্রকার নিষ্ক্রিয় অবস্থানে প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকার। সশস্ত্র গোষ্ঠীর দ্বিপাক্ষিক গৃহযুদ্ধে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিরিয়ার(Syria) একাধিক শহর। পরিস্থিতি যখন এমন, ঠিক সেই মোক্ষম সময়ে ভারতের নাগরিকদের সিরিয়া(Syria) ছাড়া নির্দেশ দিল ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়।

গতকাল, শুক্রবার রাতে জরুরি নির্দেশিকা জারি করে ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব সিরিয়া থেকে বেরিয়ে আসার নির্দেশ দিয়েছে দিল্লি। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, সিরিয়ায় বসবাসকারী ভারতীয় বাসিন্দারা যত দ্রুত সম্ভব অসামরিক বিমান ধরে সিরিয়া ছাড়ুন! যারা এই মুহূর্তে ভারতে আসতে পারছেন না, তাদের অনুরোধ জানানো হচ্ছে একেবারেই ঘর থেকে না বের হওয়ার। প্রয়োজনে বাইরে চলাফেরা করার ক্ষেত্রেও যাবতীয় সুরক্ষা বিধি মেনে চলুন।

অশান্ত সিরিয়ায় আটকে পড়া ভারতীয়দের যে কোনও কঠিন পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রক। সিরিয়ার রাজধানী দামাস্কাসের ভারতীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়, বর্তমানে সিরিয়ায় থাকা ভারতীয়দের সব রকম সাহায্য করার জন্য প্রস্তুত ভারতীয় দূতাবাস। চালু করা হয়েছে 24 ঘন্টার জরুরী হেল্পলাইন নম্বর। মোবাইল নম্বর, +963 993385973 ছাড়াও ইমেইল অ্যাড্রেস হিসেবে hoc.damascus@mea.gov.in আইডিটি দেওয়া হয়েছে।

শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সিরিয়ার পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সিরিয়ার পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। গোটা পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে। বর্তমানে সিরিয়ায় প্রায় 90 জন ভারতীয় রয়েছেন। তাদের মধ্যে অনেকেই সেখানে নানান পেশায় নিযুক্ত। জাতিসংঘের বিভিন্ন সংস্থাতেও কাজ করেন অনেকে। ভারতীয় দূতাবাস তাদের নিরাপত্তার জন্য 24 ঘন্টা যোগাযোগ রাখছে।’

প্রসঙ্গত, জোরালো হামলা চালিয়ে সিরিয়ার একের পর এক শহর নিজেদের দখলে আনছে বিদ্রোহী গোষ্ঠীগুলি। গত সপ্তাহেই দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর একটা বড় অংশে থাবা বসায় তারা। পরিস্থিতি এতটাই জটিল, যে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলির রোষের মুখে পড়ে পিছু হটতে বাধ্য হচ্ছে সিরিয়ার সেনাবাহিনী। সূত্রের খবর, শুক্রবার সিরিয়ার বৃহত্তম শহর হোমসের খুব কাছাকাছি চলে আসে দুষ্কৃতীরা। এহেন টালমাটাল পরিস্থিতিতে যে কোনও মূল্যে সিরিয়ায় আটকে পড়া ভারতীয় জনগণদের প্রাণ বাঁচাতে মরিয়া ভারতীয় পররাষ্ট্র মন্ত্রক। নাগরিকদের স্বার্থে সেই একই পথে পা বাড়িয়েছে রাশিয়াও। নিরাপত্তার কথা মাথায় রেখে রুশ নাগরিকদের দ্রুত সিরিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে পুতিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরও পড়ুন: মনের কাছে হার মেনেছে বার্ধক্য, 100 পেরিয়েও বিয়ে হয়! প্রমাণ বিশ্বের সবচেয়ে বয়স্ক নবদম্পতি