ভারতে ঢুকে ভারতের বিরুদ্ধে কথা! ভিসা বাতিল করে পর্যটককে বাংলাদেশ পাঠাল বিদেশ মন্ত্রক

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী কন্টেন্ট পোস্ট করার জন্য এক পর্যটকের ভিসা বাতিল করল ভারত। অভিযুক্ত এখন বাংলাদেশি নাগরিক। তাঁরই ভিসা বাতিল করে, দেশ থেকে বিতাড়িত করেছে বিদেশ মন্ত্রক। এমনই একটি মামলায় বিপাকে মোহাম্মদ আলমগীর নামে এক ব্যক্তি। তিনি গত 3 সেপ্টেম্বর জরুরি মেডিকেল ভিসা নিয়ে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।

কিন্তু ভারতে আসার পর, আলমগীর অদ্ভুতভাবে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে বেশ কিছু ঘৃণ্য ও উত্তেজক বার্তা পোস্ট করতে শুরু করেন। এসব পোস্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে। আলমগীরকে মুর্শিদাবাদে গ্রেফতার করা হয়। তাঁর ভারত বিরোধী পোস্ট ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পরই এই পদক্ষেপ করে পুলিশ। সবটা শুনে, ভারত সরকারও দ্রুত তাঁর ভিসা বাতিল করার সিদ্ধান্ত নেয়।

ফেসবুক পোস্টে যা বলেছিলেন আলমগীর

বাংলাদেশের এক সংবাদ সূত্রে জানা গিয়েছে, আলমগীর ফেসবুকে বলেছিলেন, ‘1971 সালে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছে, পাশাপাশি পাকিস্তান থেকে আমাদের ভাগ করে দিয়েছে। এবার বাংলাদেশের জনগণ মিলে আমরা ভারতকে ভাগ করতে চাই। মনিপুরের জয় হোক। পাশাপাশি আমার বাংলা আমি ফেরত চাই। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আসাম রাজ্য বাংলাদেশের কাছে ফেরত দিতে বলেন।’

আরও পড়ুনঃ প্রায় 1,500 শূন্যপদে কর্মী নিয়োগ করছে SBI, সুযোগ হাতছাড়া করবেন? এখনই আবেদন করুন

এমনই বিস্ফোরক মন্তব্যের জন্য, রবিবার সন্ধ্যায় আলমগীরকে চ্যাংড়াবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের লালমনিরহাট এলাকার বাসিন্দা আলমগীরকে ভবিষ্যতে ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। তাঁর ভিসা তো প্রত্যাহার করা হয়েছেই। এমনকি আলমগীরের এমন কৃতকর্মের ফলস্বরূপ তাঁকে কালো তালিকাভুক্ত করা হয়েছে।