Sudan: সেক্স করলে তবেই খাবার! অসহায় নারীদের কান্না আকাশে বাতাসে

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

সেক্স করলে তবেই খাবার সুদানে (Sudan)! সুদানে (Sudan) নারীদের অসহায়তার সুযোগ নিয়ে বাধ্য করা হচ্ছে যৌন সংসর্গ করতে! যুদ্ধবিধ্বস্ত সুদানের (Sudan) আকাশে বাতাসে অসহায় নারীদের কান্না! সেখানকার সেনাদের বর্বরোচিত আচরণের তথ্য সামনে এনেছে সংবাদ সংস্থা ‘দ্য গার্ডিয়ান’।

২০২৩ সালের এপ্রিল মাসে সুদানে শুরু হয় গৃহযুদ্ধ। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয় সে দেশের আধাসেনা তথা র‍্যাপিড সাপোর্ট ফোর্সের। বিভিন্ন সংবাদমাধ্যমের যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় দেড় লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। এক কোটি ১০ লক্ষ মানুষ ঘরছাড়া। তেমনই অত্যাচারিত হয়েছেন নারীরা। দাবি, র‍্যাপিড সাপোর্ট ফোর্সের এলাকায় বারবার নারীরা ধর্ষিত হয়েছেন। বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে পালাতে গিয়েও যৌন সংসর্গ করতে বাধ্য হয়েছেন।

এরই মধ্যে সংবাদমাধ্যমের দাবি, সুদানের ওমদুরমান শহর থেকে পালিয়ে গিয়েছেন অন্তত ২০ জন মহিলা। তাঁরা দাবি করেছেন, সেনার সঙ্গে যৌন সংসর্গ করলে তবেই খাবার বা জরুরি পণ্য মিলছে। দেশের সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থা তলানিতে এসে পৌঁছেছে। ফলে পরিবারের জন্য মহিলারা বাধ্য হচ্ছেন সেনার কথা শুনতে। এমনকি সেনাদের দাবি মতো কাজ না করলে চলছে অত্যাচার। পরিত্যক্ত বিভিন্ন বাড়িতে মহিলাদের বন্দি করে যৌন অত্যাচার চলছে বলে দাবি অনেকের। যুদ্ধবিধ্বস্ত সুদানে চরম অসহায় অবস্থান দিন কাটছে নারীদের।