Student protest: ছাত্রদের অংশীদারিত্ববিহীন উপদেষ্টা নিয়োগে উত্তাল বাংলাদেশ! বিক্ষোভের ডাক শিক্ষার্থীদের

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ফের ছাত্র বিক্ষোভ বাংলাদেশের রাজপথে। ছাত্রদের অংশীদারিত্ব ছাড়াই উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তের বিরোধিতা করে সোমবার আন্দোলন কর্মসূচি(student Protest) ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক ছাত্র সংগঠন।

সোমবার সমাজ মাধ্যমে পোস্ট করে ছাত্র আন্দোলন কর্মসূচির কথা সুনিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজক হাসনাত আব্দুল্লাহ। নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে একটি মাঝারি পোস্টে হাসনাত লিখেছেন, ‘ছাত্র-জনতার অংশীদারিত্ব বিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে সোমবার বিকেল 3 টের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হলো।’

তিনি আরও লেখেন, ‘বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদে ফ্যাসিবাদী দোসরদের স্থান দিয়ে শহীদদের রক্তের অবমাননার প্রতিবাদে মানববন্ধন ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সমান দাবিতে সকালে এবং বিকেল 4 টের সময় পরপর দুটি প্রোগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।। বিকেল 3 টের পরিবর্তে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 4 টের সময়ে অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন: ক্ষমতায় থাকতে মরিয়া জার্মান চ্যান্সেলর, 2024-এই হবে আস্থা ভোট

উল্লেখ্য, রবিবার বাংলাদেশের বঙ্গভবনে 3 ব্যক্তিকে উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়। যাদের মধ্যে ছিলেন, বাংলাদেশের অন্যতম চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাফুজুল আলম। এরপরই তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সমালোচনার ঝড় শুরু হয় নেট দুনিয়ায়। শেষ পর্যন্ত যা পরিণত হতে চলেছে ছাত্র-বিক্ষোভে।