Sourav Ganguly: প্রাক্তন টিম ইন্ডিয়ার অধিনায়ক এবং বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI) এর প্রাক্তন সভাপতি সৌরভগাঙ্গুলি(Sourav Ganguly), এক ডাকে যিনি সবার দাদা। তিনি এমন কাজ করতে পারেন, এমনটা কেউ-ই ভাবতে পারেননি আজ পর্যন্ত। তা কী এমন করে বসেছেন ক্রিকেটের মহারাজা! জানলে রাগ হতে পারে আপনারও।
আসলে ক্যামেরার সামনে দাদা সর্বদাই সাবলীল। কোনও চ্যালেঞ্জই তাঁর জন্য চ্যালেঞ্জ নয়। বিজ্ঞাপন, খেলার মাঠ, সংসার, সব ক্ষেত্রেই তিনি পারদর্শী। কিন্তু এবার এই পারদর্শী হওয়ার চক্করে এমন কিছু করে বসেছেন যে রেগে আগুন নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে(Sourav Ganguly) সইতে হল চরম ট্রোল। তবে, কি দর্শক মহলে তাঁর ইমেজ নষ্ট হল বেজায়?
কী এমন ঘটেছে?
টলিউড অনলাইনের পেজের শেয়ার করা একটি ভিডিয়ো চমকে দিয়েছে নেটিজেনদের। আসলে এদিন, এক রান্নার তেল সংস্থার বিজ্ঞাপনের জন্য পথে নেমে রান্না করেছেন দাদা। তেল ঢেলে রেঁধেছেন বর্ষার ইলিশ, সবটাই খোলা আকাশের নীচে এক প্রবীণ মহিলার তত্ত্বাবধানে। এই ভিডিয়োই পছন্দ নয় একদলের।
কী বলছেন নেটিজেনরা?
নেটিজেনদের এক অংশের দাবি, ‘এখন তার অন্ধ ভক্তরা রটিয়ে বেড়াবে, তাদের দাদা(ডাদা) র জন্য রান্না বিদেশের মাটিতে আবিষ্কার হয়েছিল।’ একজন রসিকতা করে বলেছেন, ‘স্টিল প্ল্যান্টে অভূতপূর্ব সাফল্যের পর ইলিশ প্ল্যান্টে দাদা।’ অন্যজনের দাবি, ‘বৌ তো রান্না করার সময় পায়না, বৌয়ের রান্না করবে তাই আগে থেকেই প্র্যাকটিস করছে।’ আরও একজনের কটাক্ষ, ‘তো হাতে ব্যাট নিয়ে ইলিশ রান্না করবে নাকি?’ সবাই যদিও ট্রোল করেননি। কেউ কেউ ভালোবাসাও জানিয়েছেন।
সৌরভ গাঙ্গুলীর ক্যারিয়ার
অধিনায়কত্ব থেকে বিসিসিআই সভাপতি হওয়া পর্যন্ত, সৌরভ গাঙ্গুলীর(Sourav Ganguly) ক্যারিয়ার ছিল খুব আকর্ষণীয়। 65 বছরের ইতিহাসে তিনিই প্রথম ক্রিকেটার যিনি বিসিসিআই-এর সভাপতি হয়েছিলেন। 2019 সালে বিসিসিআই সভাপতি পদে বসেন দাদা। তাঁর মেয়াদ 2022 সালের অক্টোবরে শেষ হয়েছিল, কিন্তু রাষ্ট্রপতি হিসাবে দ্বিতীয় মেয়াদ পাননি তিনি। দাদা এমন এক সময়ে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব গ্রহণ করেছিলেন যখন দল ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে কাঁপছিল। এর পর দলকে শীর্ষে নিয়ে এসেছেন তিনিই।
আরও পড়ুনঃ ভারতীয় দলে ফেরার সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন ঈশান কিষাণ
সৌরভ গাঙ্গুলির ক্রিকেট ক্যারিয়ার সম্পর্কে কথা বলতে গেলে, তিনি 113 টেস্টে 42.17 গড়ে 7212 রান করেছেন। এই সময়ে তিনি 16টি সেঞ্চুরি ও 35টি হাফ সেঞ্চুরি করেন। তিনি 311 ওয়ানডে ম্যাচে 41.02 গড়ে 11363 রান করেছেন। তিনি 22টি সেঞ্চুরি এবং 72টি হাফ সেঞ্চুরি করেন। টেস্টে 32 উইকেট এবং ওয়ানডেতে 100 উইকেট নেওয়ার রেকর্ডও রয়েছে গাঙ্গুলিরই নামে।
View this post on Instagram
A post shared by TOLLYWOOD ONLINE (@tollyonline)