Ali Khamenei: কোমায় রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি! গুঞ্জন উড়িয়ে সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহু আলী খামেনি(Ali Khamenei) বর্তমানে কোমায় রয়েছেন! সম্প্রতি আন্তর্জাতিক এক সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে এমনটাই দাবি করেছে। তবে প্রতিবেদনের সেই দাবিকে একেবারে নস্যাৎ করে দিয়ে রবিবার এক রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকারের একটি ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন খামেনি।

বিগত বেশ কয়েকদিন ধরে খামেনির অসুস্থতার খবর সামনে আসছিল বিভিন্ন সংবাদ মাধ্যমের হাত ধরে। গত অক্টোবরে একটি জনপ্রিয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে ইরানের ধর্মীয় নেতার গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করে। এরপরই 85 বছর বয়সী খামেনির অসুস্থতার খবরে ছেয়ে যায় গোটা নেট দুনিয়া। কিছু কিছু সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে লেখে, খামেনি বর্তমানে কোমায় রয়েছেন। আর সেই কারণেই আগেভাগে ছেলে মোজতবা খামেনিকে এক গোপন বৈঠকে নিজের উত্তরসূরী হিসেবে মনোনীত করেছেন তিনি।

সংবাদমাধ্যমটির এমন প্রতিবেদনের পরই সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন খামেনি। লেবাননে ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির সঙ্গে দেখা করে সেই ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহু খামেনি আজ দুপুরে লেবাননে ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত জনাব মোজতবা আমানির সঙ্গে তার বৈঠকের ফাঁকে দেখা করে কথা বলেছেন।’

প্রসঙ্গত, সেপ্টেম্বরে লেবাননে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের পেজার ও ওয়াকি টকি বিস্ফোরণে আহত 3 হাজার জনের মধ্যে আমানিও ছিলেন। সূত্রের খবর, ওই ভয়াবহ হামলায় 39 জনের মৃত্যু হয়েছিল। যার দায়ভার চাপিয়ে দেওয়া হয়েছিল ইজরায়েলের ওপর। এরপরই ইজরায়েলে 180 টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইজরায়েলকে করা হুঁশিয়ারি দিয়েছিলেন খামেনি। সেই সাথে নেতানিয়াহুর দেশে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলাকে জনসেবার আখ্যা দেন তিনি।

আরও পড়ুন: পেরুর ম্যাচের আগে চরম অস্বস্তিতে আর্জেন্টিনা, চোট পেয়ে বাইরে 6 ফুটবলার