Social Media: 16 বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া, সংসদে পাস হবে নতুন আইন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: 16 অনূর্ধ্ব শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে অস্ট্রেলিয়ায় তাদের জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার। মূলত কম বয়সীদের ওপর সমাজ মাধ্যমের(Social Media) বিভিন্ন ক্ষতিকারক প্রভাব গুলিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে লাগাম টানতে নতুন আইন চালু করার কথা ভাবছে অস্ট্রেলিয়ার সরকার।

সামাজিক মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শিশুদের প্রতি নিষেধাজ্ঞা প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ বলেন, ‘অস্ট্রেলিয়ান শিশুদের ওপর সোশ্যাল মিডিয়ার ক্ষতিকারক প্রভাব কমানোর জন্য আগামী সপ্তাহের মধ্যেই প্রস্তাবিত আইনগুলি সংসদে পেশ করা হবে। স্বাস্থ্য সচেতন প্রধানমন্ত্রী আরও জানান, এই পদক্ষেপ মূলত তার মতন কিছু বাবা মায়েদের জন্যই যারা, তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে বিশেষভাবে চিন্তিত। অস্ট্রেলিয়ার সরকার যে দেশের প্রতিটা পরিবারের সঙ্গে রয়েছে এ কথা জানান দিতেই এই নয়া পদক্ষেপ গ্রহণ করা।’

আরও পড়ুন: কিশোরীকে ধর্ষণ করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন যুবক

প্রাপ্ত তথ্য অনুযায়ী, তরুণরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারলেও 16 বছরের কম বয়সীরা যাতে নেট দুনিয়ায় ঘোরাফেরা করতে না পারে তার জন্য অ্যাক্সেস রোধ করার যুক্তিসঙ্গত পদক্ষেপ নেবে সরকার। তবে ভুলবশত সোশ্যাল হ্যান্ডেল গুলি ব্যবহারের ক্ষেত্রে ইউজারদের কাছ থেকে কোনও রকম জরিমানা নেওয়া হবে না বলেই জানানো হয়েছে। বিশেষ আইন প্রয়োগ করে মূলত অস্ট্রেলিয়ার অনলাইন কন্ট্রোল, ই সেফটি কমিশনার গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করবে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইনটি সংসদে পাস হয়ে গেলেও সেটি কার্যকর হতে প্রায় 1 বছর সময় লাগবে। তারপরই আইন মেনে গোটা বিষয়টি পর্যালোচনা করা হবে বলেই খবর। শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের এই নয়া পদক্ষেপকে অধিকাংশই স্বাগত জানালেও সমাজের একটা অংশের কাছে এই পদক্ষেপ তীব্র সমালোচিত হচ্ছে। তাদের বেশিরভাগই দাবি, সোশ্যাল মিডিয়ায় শিশুদের প্রতি নিষেধাজ্ঞা আরোপ না করে সমাজ মাধ্যমে ইউজারদের নিরাপত্তার মান উন্নত করা বেশি গুরুত্বপূর্ণ।