বিক্রম ব্যানার্জী: প্রেসিডেন্ট মেয়াদের অন্তিম পর্বে পৌঁছে ইউক্রেনের জন্য আমেরিকান(America) অস্ত্র ভান্ডার একপ্রকার উজাড় করে দিয়েছেন জো বাইডেন। আমেরিকার(America) ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায়(Russia) আঘাত হানার অনুমতির পাশাপাশি আরও 725 মিলিয়ন ডলারের অস্ত্র জেলেনস্কির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বর্তমান আমেরিকান(America) প্রেসিডেন্ট। বাইডেনের এই একচেটিয়া সিদ্ধান্তকে নিশানায় এনে এবার তোপ দাগলেন রাশিয়ার(Russia) পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।
ইউক্রেনকে সাহায্য করার মধ্যে দিয়ে রাশিয়ায় আঘাত হানার বিষয়টিকে পাখির চোখ করে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনকে কাঠগড়ায় তুলেছেন রাশিয়ার শীর্ষ কূটনীতিকরা। তাদের মতে, বাইডেন সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। একজন আমেরিকান প্রেসিডেন্টের ব্যক্তিগত রাজনীতিক হওয়া কখনই উচিত নয়। সব সময় দেশের জনগণের স্বার্থে সিদ্ধান্ত নেওয়া উচিত।
জেলেনস্কির দেশকে একের পর এক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে সাহায্য করার জন্য আমেরিকার রাজনীতিবিদদের আহ্বানের বিষয়ে রাশিয়ার কূটনীতিকরা জানান, রাজনীতিবিদরা রাজনীতিবিদ হন শুধুমাত্র তাদের প্রতি জনগণের মনোযোগ রাখতে এবং নিজেদের সব সময়ে আলোচনায় তুলে ধরতে। আমাদের(রাশিয়ার) রাজনীতিবিদরা প্রতিমুহূর্তে ক্রমবর্ধমান নানান বিষয় নিয়ে কথা বলেন। তাদের লক্ষ্য থাকে জনসাধারণের হয়ে কাজ করা। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেন সর্বোচ্চ কমান্ডার-ইন-চিফ। আমরা মনে করি আমেরিকার ক্ষেত্রেও নিয়মটা একই হওয়া উচিত।
উল্লেখ্য, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে আমেরিকা ও ন্যাটোর সদস্য দেশগুলির উস্কানির ইঙ্গিত দিয়ে রেখেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সম্প্রতি দুই দেশের সংঘাত নিয়ে ঠিক একই সুর শোনা গিয়েছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলাতেও। গত 21 নভেম্বর আমেরিকা ও তার মিত্রশক্তিদের কাঠগড়ায় তুলে পুতিন বলেন, ‘রাশিয়ার অভ্যন্তরে আঘাত করার জন্য ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে আমেরিকা ও তার শুভাকাঙ্ক্ষীরা। যার জবাবে পাল্টা হামলা স্বরূপ রাশিয়াও হাইপারসনিক ইন্টারমিডিয়েটেড-রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বুকে আঘাত হেনেছে।’
আরও পড়ুন: বিধানসভায় ঢুকতেই মমতার রোষের মুখে হুমায়ুন কবীর! ছাঁটাই হচ্ছেন?