Russia-Ukraine War: ইউক্রেনে শতাধিক ড্রোন হামলা রাশিয়ার, যোগ্য জবাব দিল জেলনস্কির দেশ!

Published On:

বিক্রম ব্যানার্জী: ইউক্রেনকে(Ukraine) লক্ষ্য বানিয়ে একের পর এক হামলা চালাচ্ছে রাশিয়া(Russia)। শনিবার রাতে শত্রুপক্ষের উদ্দেশ্যে কমপক্ষে 103টি ড্রোন ছোড়ে পুতিনের দেশ। যার মধ্যে 52টিই ধ্বংস করে মাটিতে নামিয়ে এনেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। রবিবার টেলিগ্রাম বার্তায় কিয়েভের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে।

ইউক্রেনীয় সেনাবাহিনীর দাবি, শনিবার রাতে 44টি ড্রোন ট্র্যাক হারিয়ে গতিপথ পরিবর্তন করে এবং একটি রুশ ড্রোন ইউক্রেনের সীমানা পেরিয়ে বেলারুশে ঢুকে পড়লে তাদের নজরে আসে সেটি। বাকি ড্রোনগুলির গন্তব্য সম্পর্কে কোনও খবর পাওয়া যায়নি। তবে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, রুশ হামলার কারণে মাইকোলাভাই, সুমি, খেরসন থেকে শুরু করে ঝিটোমির, চেরনিহিভ এবং কিয়েভ এলাকার একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং আবাসনগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

যদিও স্বস্তির বিষয়, ইউক্রেনে হওয়া রুশ ড্রোন হামলার কারণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। ইউক্রেনীয় সেনাদের বক্তব্য শুনে বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া ইউক্রেনের মাটিতে জোরালো হামলার ছক কষলেও ইউক্রেনীয় সেনাদের দৌলাতে শনিবারের পরিকল্পনা সেভাবে কাজে আসেনি। অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে খবর, ইউক্রেনীয় বাহিনীর আঘাতে কিয়েভের এক বহু তলের ছাদে রুশ ড্রোনের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। জানা যায়, প্রাথমিকভাবে ড্রোনটিতে হামলা হলে তা বহুতলের ছাদে আছড়ে পড়তেই আগুন ধরে যায় সেখানে।

আরও পড়ুন: অজি সাংবাদিকদের পাত্তাও দিলেন না জাদেজা! বিমানবন্দরে বিদেশি মহিলা সাংবাদিকের সাথে বাকবিতণ্ডায় জড়ালেন কোহলিও, চাপ বাড়ল রোহিতদের?