বিক্রম ব্যানার্জী: ছোট থেকেই বাস্কেটবল খেলা ছিল তার অন্যতম নেশা, আর সেই নেশাতেই বুঁদ হয়ে থাকতেন তিনি। পড়াশোনার পাশাপাশি নিয়ম করে ইউনিভার্সিটির ক্লাস শেষে ক্যাম্পাসে গিয়ে বাস্কেটবল খেলে আসতেন। তবে তার পরিচিতি একজন বাস্কেটবল প্লেয়ার হিসেবে হয়নি বরং তার উচ্চতাই তাকে অন্যান্যদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। কথা হচ্ছে অলিভিয়ার রিউস্ককের বিষয়ে। মাত্র 18 বছর বয়সে তার উচ্চতা 7 ফুট 9 ইঞ্চি ছাড়িয়েছে। আর এই অতিরিক্ত লম্বা হওয়ার কারণেই প্রতিদিন বহু মানুষের ছবি তোলার আবদার মেটাতে হয় তাকে। 2021 এ বিশ্বের সবচেয়ে লম্বা কিশোর হিসেবে গিনেস ওয়াল্ড রেকর্ডও গড়েছেন এই 18 অনূর্ধ্ব।
আরও পড়ুন: ঘরের মাঠেই কাজে এল না শান্তদের দাপাদাপি, 2-0 ব্যবধানে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
সময়টা আজ থেকে দুই- আড়াই বছর আগে। তখন রিউস্ককের বয়স মাত্র 15। তবে বয়স অল্প হলেও লম্বা হওয়ার দৌঁড়ে তিনি ছিলেন অনেকটাই বড়। 2021 সালে মাত্র 15 বছর বয়সী রিউস্ক 7 ফুট 5 ইঞ্চিরও বেশি উচ্চতা নিয়ে গিনেস ওয়াল্ড রেকর্ডে নাম তুলেছিল। বর্তমানে কলেজের বন্ধু ও পরিচিতদের কাছে অলি নামে পরিচিত রিউস্ক এখন বিশ্বের সবচেয়ে লম্বা কিশোর ওরফে বাস্কেটবল প্লেয়ার। কানাডার কুইবেকের টেরেবোনে জন্ম এবং বেড়ে ওঠা খেলা পাগল রিউস্ক ছোট থেকেই বুঝতে পেরেছিলেন তার শারীরিক গঠন অন্যান্যদের থেকে অনেকটাই আলাদা। যেখানে নতুন মাত্রা জুগিয়েছে তার উচ্চতা। স্কুলে থাকাকালীন সে লক্ষ্য করে বেশিরভাগ শিক্ষকরাই তার থেকে উচ্চতায় খাটো।
আর হবে না কেন, মাত্র 8 বছর বয়সে তার উচ্চতা 6 ফুট ছাড়িয়ে যায়। 7 ফুটের দোরগোড়ায় পা পড়ল তখন যখন সে ষষ্ঠ শ্রেণি উত্তীর্ণ হয়ে সপ্তম শ্রেণীতে উঠবে। এরপর থেকেই রিউস্কের অস্বাভাবিক উচ্চতা নজর কারে সকলের। পরিবারের মধ্যে রিউস্কই 7 ফুট উচ্চতা উত্তীর্ণ সদস্য। যদিও রিউস্কের বাবা মায়ের উচ্চতা নেহাত কম নয়। তার বাবা 6 ফুট 8 ইঞ্চির, মায়ের উচ্চতা 6 ফুট 2। অন্যদিকে ভাইয়ের মতো উচ্চতা না পেলেও রিউস্কের দাদা 6 ফুট 9 ইঞ্চির যুবক। এই প্রসঙ্গে, রিউস্ক বলেন, তিনি এবং তার দাদা দিদার বাড়িতে একটি নির্দিষ্ট দেওয়ালে নিয়মিত নিজেদের উচ্চতা মাপতেন। একদিন চোখে পড়ে দাদাকে ছাড়িয়ে গিয়েছে সে। তবে অতিরিক্ত উচ্চতার কারণে প্রতিদিন নানান সমস্যার মুখোমুখি হতে হয় তাকে। যদিও তা সত্ত্বেও নিজের লম্বাটে শরীর নিয়ে যথেষ্ট খুশি বিশ্বের সবচেয়ে লম্বা এই 18 অনূর্ধ্ব।