বিক্রম ব্যানার্জী: ফের শিরোনামে উঠে এলো সিরিয়া(Syria)! মঙ্গলবার ভোরে দেশটির(Syria) আরও 4 শহরে থাবা বসালো বিদ্রোহী গোষ্ঠী। সূত্রের খবর, সিরিয়ার(Syria) নতুন শহরগুলি দখলের মাধ্যমে কেন্দ্রীয় শহর হামার খুব কাছাকাছি চলে এসেছে তারা। যদিও সূত্র বলছে, গত সপ্তাহে সিরিয়ার(Syria) বেশ কিছু অঞ্চল পুনরুদ্ধার করা হয়েছে সেনাবাহিনীর তরফে।
শত্রু পক্ষের অগ্রাসন আটকাতে নানান ফন্দি আঁটছে সিরিয়ার প্রশাসন। সিরিয়া বিরোধী গোষ্ঠীগুলির অন্যতম সমর্থক দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান জানান, সিরিয়ায় ক্রমশ ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। এই চূড়ান্ত অবক্ষয় রোধ করতে দেশটির সরকারকে কঠিন রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, সালাফি জিহাদি তাহরির আল-শামের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলি তুরস্কের সমর্থনে সিরিয়ার একের পরে এক অঞ্চল দখল করতে মরিয়া হয়ে উঠেছে। শত্রুপক্ষের বর্তমান অবস্থান সিরিয়ার চতুর্থ বৃহত্তম শহর হামা থেকে মাত্র 10 কিলোমিটার দূরে। আশঙ্কা করা হচ্ছে, এখনই কোনও বড়সড় পদক্ষেপ না নিলে পঞ্চম শহরটিও দখল করে নেবে বিদ্রোহীরা।
উল্লেখ্য, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদের বিরুদ্ধে নিজেদের ক্ষমতা প্রদর্শনের নজির গড়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলি। দেশটির সবচেয়ে বড় শহর আলেপ্পোর উত্তরাঞ্চলের একটা বড় অংশ নিজেদের দখলে এনেছে তারা। একই সাথে সিরিয়ার উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশের একাধিক গ্রাম এবং শহরেও নিজেদের খুঁটি গেড়েছে সিরিয়া বিরোধী গোষ্ঠীগুলি।
আরও পড়ুন: বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানাবে হাজার হাজার পান্ডা, নয়া উদ্যোগ কর্তৃপক্ষের