Italy: ইতালিতে ইউনূসের নামে চালু হলো ক্লাব! বাংলাদেশ থেকে গেল কৃতজ্ঞতার চিঠি

Published On:

বিক্রম ব্যানার্জী: বাংলাদেশের প্রধান উপদেষ্টা তথা নোবেল শান্তি পুরস্কার জয়ী মোহাম্মদ ইউনূসের(Muhammad Yunus) প্রতি সম্মান প্রদর্শনে যৌথভাবে ‘পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরো ক্লাব’ চালু হলো ইতালিতে(Italy)। মানবিকতার উজ্জ্বল উদাহরণ তৈরি করতে এই পদক্ষেপ নিয়েছেন ইতালির খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস(pope Francis)।

বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নাম যুক্ত থ্রি জিরো ক্লাবটি রোমের প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে স্থায়ী সমাধান ও উদ্ভাবনী ধারণার বিকাশ ঘটাতে এই ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করছেন ইতালির তরুণ প্রজন্ম।

এদিকে ইতালির রোমে নবনির্মিত ক্লাবে নিজের নাম দেখে অত্যন্ত আনন্দিত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস। শনিবার রোমের ভিকার জেনারেল কার্ডিনাল বালদো রেইনাকে কৃতজ্ঞতা স্বীকার করে একটি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন ওপার বাংলার উপদেষ্টা। চিঠিতে নোবেলজয়ী ইউনূস লিখেছেন, ‘এই নয়া উদ্যোগে তিনি অত্যন্ত সম্মানিত। কার্ডিনাল রেইনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’

চিঠিতে উদ্যোগটির প্রশংসা জানিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা আরও লেখেন, ‘এই অসাধারণ উদ্যোগ তাদের দুজনের যৌথ দৃষ্টিভঙ্গির প্রতিফলন। এতে শুধু দারিদ্রতা, বেকারত্ব ও নেট কার্বন নিঃসরণ শূন্য হবে তাই নয়, একই সাথে একে অপরের প্রতি সম্মান, সহানুভূতি, এবং স্থায়িত্বের ওপর ভিত্তি করে এমন এক সভ্যতা তৈরি হবে যার দরুন প্রত্যেক ব্যক্তি নিজেই নিজের ভাগ্যের নায়ক হবেন।’

উল্লেখ্য, নয়া উদ্যোগ সমর্থন করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মোহাম্মদ ইউনূস ও পোপ ফ্রান্সিস। উভয়েরই বক্তব্য, ‘পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করতে এগিয়ে আসুন। সুন্দর পৃথিবী উপহার পেতে এবং একটা নতুন সভ্যতা গড়তে অংশ নিন। যা পৃথিবীর পবিত্রতা রক্ষা করার পাশাপাশি প্রতিটি ব্যক্তিকে প্রাপ্য মর্যাদা দেবে।’

আরও পড়ুন: চিনের ঝাংজিয়াজি শহরের এক বহুতলে ভয়াবহ আগুন, মৃত কমপক্ষে 7