Netflix: নেটফ্লিক্সের প্যারিস ও অ্যামস্টারডাম অফিসে তল্লাশি, জানা গেল আসল কারণ!

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: নেটফ্লিক্সের(Netflix) বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার ফ্রান্সের প্যারিস ও ডেনমার্কের অ্যামস্টারডাম অফিসে তল্লাশি চালায় তদন্তকারী আধিকারিকরা। জানা যায়, 2022 সালের নভেম্বর নাগাদ বিপুল পরিমাণ কর ফাঁকি দিয়েছে নেটফ্লিক্স। যার দরুণ এই তল্লাশি অভিযান।

আরও পড়ুন: মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগ! দায়ের হয়েছে মামলা

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নেটফ্লিক্সের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। ফলত সেই সূত্রেই এদিন তদন্তকারী আধিকারিকদের সাথে আর্থিক ও দুর্নীতি তদন্তের বিশেষ স্কোয়াডের কর্মকর্তারাও ছিলেন। যদিও তদন্তের সুবিধার্থে নেটফ্লিক্সের তরফে সব রকম সহযোগিতা করা হয়েছে বলেই একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন সংস্থাটির মুখপাত্র।

তিনি আরও জানান, ‘তদন্তকারীদের সহযোগিতায় তারা সব সময়েই রয়েছেন। দেশের আইন ও নিয়ম মেনেই কাজ করেন তারা। স্থানীয় অর্থনীতিতেও নেটফ্লিক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’ অন্যদিকে অ্যামস্টারডাম নেটফ্লিক্স অফিসের তদন্ত প্রসঙ্গে, এনভায়রনমেন্টাল ক্রাইম ও অ্যাসেট জাতীয় অফিসের মুখপাত্র বলেন, ‘ফরাসি কর্তৃপক্ষের আদেশ মেনেই তারা নেটফ্লিক্সের দফতর গুলিতে তল্লাশি চালাচ্ছে।’

প্রসঙ্গত, নেটফ্লিক্সের অফিসগুলিতে তদন্তের মূল কারণ প্রসঙ্গে সেভাবে স্পষ্ট করে কিছু না জানা গেলেও বেশ কিছু সূত্র বলছে, সংস্থাটির কাছ থেকে মূলত কর আদায় নিয়ে যথেষ্ট বেগ পেতে হয় সরকারকে। ধারণা করা হচ্ছে, এর আগে নেটফ্লিক্সের ফরাসি দফতর প্রায় 10 লাখ ইউরো কম কর দিয়েছে। কাজেই বছরের পর বছর ধরে যথেষ্ট পরিমাণ কর আদায় না হওয়ায় তদন্তকারীরা নেটফ্লিক্সের প্যারিস ও অ্যামস্টারডাম দুই শাখায় তল্লাশি চালাতে বাধ্য হয়েছে বলেই মনে করছেন একাংশ।