Chin State: মনিপুরঘেঁষা চিন রাজ্য দখল করলো মিয়ানমারের সশস্ত্র সংগঠন

Published On:

বিক্রম ব্যানার্জী: রাখাইন অতীত, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা পেরিয়ে এবার ভারতের মনিপুর লাগোয়া চিন রাজ্যে(Chin State) দখল নিল মিয়ানমারের অন্যতম সশস্ত্র সংগঠন ব্রাদারহুড। এক বিদেশি সংবাদমাধ্যম সূত্রে খবর, বর্তমানে ভারতের সীমানাঘেঁষা চিন প্রদেশের প্রায় 80 শতাংশই কব্জা করে ফেলেছে সংগঠনটির সদস্যরা।

সূত্র বলছে, মিয়ানমারের চিন প্রদেশ জান্তা সরকারের হাত থেকে কেড়ে নিতে বহুদিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছিল চিন ব্রাদারহুড নামক সশস্ত্র সংগঠনটি। জানা যাচ্ছে, সেই সশস্ত্র গোষ্ঠীর সমর্থনেই চিন প্রদেশে নজর ছিল আরাকান সেনাদেরও। এ প্রসঙ্গে বিশেষ বিবৃতি রেখেছেন সশস্ত্র সংগঠনটির মুখপাত্র ইয়াও ম্যাং।

চিন ব্রাদারহুড মুখপাত্রের বক্তব্য, চিন প্রদেশের দক্ষিণ অংশ জান্তা বাহিনীর হাত থেকে মুক্ত করতে বদ্ধপরিকর ছিলেন তাঁরা। বহুদিন ধরেই এলাকা দখলের লড়াই চলছিল। বর্তমানে সেই চেষ্টায় সাফল্য এসেছে। দক্ষিণ চিন প্রদেশের জান্তা কবলিত এলাকা বর্তমানে মুক্ত করেছেন তাঁরা।

তবে উত্তর অংশে অবস্থিত ফালাম অঞ্চলে এখনও বেশ কিছু জান্তা সেনা রয়েছে। তাঁদের সাথে ক্রমাগত যুদ্ধ চালিয়ে যাচ্ছে ব্রাদারহুড। ইতিমধ্যেই ব্রাদারহুড সংগঠনের অধীনে চলে এসেছে ইয়াও ডিফেন্স ফোর্স, ইয়াও আর্মি ও মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্স নামক আরও 3 সশস্ত্র সংগঠন।

তাছাড়াও দক্ষিণ চিন প্রদেশের রাজধানী হাকহা, টেদিম, ফালাম, থান্টলাঙসহ বেশ কিছু শহর বর্তমানে জান্তাবাহিনীর কব্জায়। তবে সূত্র বলছে, মিন্দাত, মাটুপি, পালেতোয়া, কানাপেলেট এবং মিয়ানমারের অন্যতম শহর টোনজাং শহর থেকে ইতিমধ্যেই জান্তাবাহিনীকে হটিয়েছে ব্রাদারহুড। সেই সাথে, মিন্দাত থেকে কমপক্ষে 13 জন রাজনৈতিক বন্দীকে মুক্ত করেছে চিন প্রদেশের সংগঠনটি।

আরও পড়ুন: 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের ভয়াবহ পথ দুর্ঘটনা ইয়ানে, নিহত 9