বিক্রম ব্যানার্জী: চলতি সপ্তাহে গাজা ও হিজবুল্লাহ ঘাঁটি লেবাননে ভয়ানক হামলা চালিয়েছে ইজরায়েল(Israel attack)। যার দরুণ দুই অঞ্চল মিলিয়ে একাধিক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে ইজরায়েলি হামলার কারণে গাজায় বিশেষত শিশু মৃত্যুর সংখ্যা মাত্রা ছাড়িয়েছে। এখনও পর্যন্ত যা খবর, গত 48 ঘন্টায় ইজরায়েল সামরিক বাহিনীর অত্যাচারে গাজা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে 50 জনেরও বেশি শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে। রাষ্ট্রপুঞ্জের শিশু কল্যাণ সংস্থা ইউনিসেফ এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: সন্তানকে নিয়ে 10 কিলোমিটার দৌড়ে বিশ্ব রেকর্ড মায়ের
রাষ্ট্রপুঞ্জের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল একটি বিবৃতি দিয়ে জানান, শনিবার জাবালিয়া এলাকায় ইউনিসেফের তরফে শিশুদের পোলিওর টিকাকরণ চলছিল। এমন সময়ে অতর্কিতে হামলা চালায় ইজরায়েলি সেনা। যার ফলে কর্মীদের একটি গাড়ি নষ্ট হয়ে গিয়েছে। যেই ঘটনায় গভীরভাবে শোকাহত। একই সাথে ইজরায়েলের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছেন তিনি।
উল্লেখ্য, এক সংবাদ সংস্থার প্রতিবেদন মারফত খবর, পোলিও টিকাকরণ কর্মসূচি চলাকালীন ইজরায়েলের ভয়ানক হামলায় শিশু সংস্থা ইউনিসেফের কর্মীদের ক্ষয় ক্ষতির পাশাপাশি চারজন শিশুর মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানিজেশন বা WHO জানিয়েছে, এই হামলায় আরও 4 জন শিশু আহত হয়েছে। তবে ইউনিসেফ কর্মীদের হতাহতের খবর মেলেনি।