বিক্রম ব্যানার্জী: বিরাট খবর! গত 24 ঘন্টায় রাশিয়ার(Russia) সাথে যুদ্ধে লিপ্ত ইউক্রেনের(Ukraine) কুরুস্ক সীমান্তে 300-র বেশি ইউক্রেনীয় সেনার প্রাণ গেছে। সেই সাথে রাশিয়ার জোরালো হামলায় এখনও পর্যন্ত ইউক্রেনের 6 টি মর্টার, একটি সাঁজোয়া যুদ্ধ যান, দুটি পদাতিক যুদ্ধ যান, দুটি ইলেকট্রনিক স্টেশন ও 4টি মোটর গাড়ি ধ্বংস হয়েছে। শনিবার এক দীর্ঘ বিবৃতি প্রকাশ করে এই ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে রুশ মন্ত্রণালয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে এবার অন্যতম অপূরণীয় ক্ষতির মুখে পড়ল জেলেনস্কির দেশ ইউক্রেন। রুশ মন্ত্রণালয়ের তরফে আরও জানানো হয়, রাশিয়ার সাথে মুখোমুখি সংঘর্ষে নেমে কুরুষ্ক সীমান্তে সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট 30 হাজার 800 ইউক্রেনীয় সেনা ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এখানেই শেষ নয়, পুতিনের মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের সেনাদের মৃত্যুর পাশাপাশি দেশটির 189টি ট্যাংক, 107 টি সাঁজোয়া যুদ্ধ বাহন, 1 হাজার 95টি যুদ্ধযান, 132টি পদাতিক যুদ্ধযান, 226টি আর্টিলারি অস্ত্র এবং 833 টি মোটর গাড়ি ধ্বংস করেছে রাশিয়া।
আরও পড়ুন: 58 শতাংশ ইহুদির অস্বস্তির কারণ নেতানিয়াহু! সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য
উল্লেখ্য, রাশিয়ার অভ্যন্তরে হওয়া ইউক্রেনীয় হামলায় রুশ সামরিক বাহিনীর ভূমিকা প্রসঙ্গে রাশিয়ার আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বগোমাজ বলেন, ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের দুটি ড্রোন মিসাইল ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। এছাড়াও ইজরায়েলের তরফে ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় রাশিয়ার ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি বলেও দাবি করা হয়।