Make Up World Record: ২৪ ঘন্টায় ১১১ জনের মেকআপ! অবাক বিশ্ব রেকর্ড মহিলার

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

Make Up world record 111 people in 24 hours: হাতে মাত্র 24 ঘন্টা সময়, আর এই নির্দিষ্ট সময়ের মধ্যেই একসাথে 111 জনের মেক আপ(Make Up) করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা করে নিয়েছেন আফ্রিকার সিয়েরা লিওনের বাসিন্দা মেরি। মাত্র 26 বছর বয়সী এই তরুণীর তীব্র ইচ্ছাশক্তি অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। অন্যান্য মেকআপ আর্টিস্টরা যেই সংখ্যাটা মাসে কিংবা সপ্তাহে পরিকল্পনা করেন তা একদিনেই পূরণ করে গোটা বিশ্বে নজির তৈরি করেছেন এই নারী।

24 ঘন্টায় 111 জনের মেকআপ করাটা কতটা চ্যালেঞ্জিং ছিল মেরির জন্য(Make Up world record 111 people in 24 hours)?
প্রাপ্ত তথ্য অনুযায়ী, একদিনে 100 জনের রূপসজ্জার লক্ষ্য ঠিক করে কাজ শুরু করেন আফ্রিকার মেকআপ আর্টিস্ট মেরি। সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে মেকআপ রেকর্ড তৈরির আয়োজন করা হয়েছিল। সেখানেই নির্দিষ্ট লক্ষ্য স্থির করে রূপসজ্জার কাজ শুরু করেন মেরি। প্রথমদিকে প্রচন্ড দ্রুততার সাথে চলছিল হাত। মাঝে কাজের গতি একটু ঝিমিয়ে গেলেও পুণরায় ছন্দে ফেরেন তিনি। কনসিলার, ফাউন্ডেশন, ব্লাশ সহ দুটি রঙের আইশ্যাডো, আইলাইনার এমনকি নানান শেডের লিপস্টিক ছিল তার স্টকে।

নিয়ম মেনে দীর্ঘ সময় অতিক্রম করার পর 100 জনকে মেকআপ করানোর লক্ষ্য ছুঁয়ে ফেলেন মেরি। তবে তার জেদ তাকে থামতে দেয়নি। এরপর মেরির লক্ষ্য হয়ে ওঠে বিশ্ব রেকর্ড। আর তা নিশ্চিত করতে খুব একটা বেশি সময় লাগেনি আফ্রিকার এই শিল্পীর। ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে 24 ঘন্টা পার হয়েগেলে মেরির রূপসজ্জার সংখ্যা গিয়ে দাঁড়ায় 111- এর দরজায়। ব্যাস… নিজের কাজ শেষ করে 20 মিনিটের ব্রেক নেয় সে। সূত্রের খবর, এই দীর্ঘ সময়ে জল ছাড়া আর কিছুই খাননি মেরি।

আরও পড়ুনঃ 25 সেপ্টেম্বর থেকে দৌড়োবে ভারতের রাজকীয় ট্রেন, রাজার মতো দেশ ভ্রমণের সুযোগ পাবেন

প্রসঙ্গত, 2005 সালে একদিনে 96 জনের মেকআপ করে সর্বোচ্চ রেকর্ড গড়েছিলেন ইন্দোনেশিয়ার মার্থা তিলার। টানা 9 বছরেরও বেশি সময় ধরে নিজের দখলে রাখা বিশ্ব রেকর্ড এবার ছিনিয়ে নিল আফ্রিকার মেয়ে। মাত্র 24 ঘন্টায় 111 জনের রূপ সাজিয়ে মেরি প্রমাণ করেছে তীব্র ইচ্ছাশক্তি এবং চেষ্টাই সাফল্যের অন্যতম হাতিয়ার। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে থাকা মেরি ইয়ংগাই নামটা যার সবচেয়ে বড় প্রমাণ।