বিক্রম ব্যানার্জী: পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা কত বেতন(Monthly salary) পান তা নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে সাধারণ মানুষের মনে। বিশেষত আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প(Donald Trump) কত বেতন পাবেন সেই বিষয়েও নানান প্রশ্ন উঠছে নেট মহলে। সেই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) বেতনের প্রসঙ্গকেও বাদ দিচ্ছেন না নেট নাগরিকরা। কাজেই নেট দুনিয়ায় উত্থাপিত প্রশ্নগুলির উত্তর থাকছে এই প্রতিবেদনে।
আমেরিকার এক সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন নিয়ম অনুযায়ী আমেরিকান প্রেসিডেন্টরা বার্ষিক বেতন বাবদ 4 লাখ ডলার পেয়ে থাকেন। সেক্ষেত্রে প্রতিমাসের বেতন হিসাব করলে আমেরিকান প্রেসিডেন্টের অ্যাকাউন্টে বেতন বাবদ প্রতিমাসে জমা পড়ে 33 হাজার 333 আমেরিকান ডলার। যেই অঙ্কটা ভারতীয় মুদ্রায় প্রতিমাসে 28 লাখ 13 হাজার 568 রুপির বেশি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, 2001 সালের পর থেকে আমেরিকান প্রেসিডেন্টদের বেতনে কোনও পরিবর্তন আসেনি। তার আগে বার্ষিক বেতন হিসেবে আমেরিকান প্রেসিডেন্টরা 2 লাখ ডলার পেতেন। যা বর্তমান বেতনের অর্ধেক।
বেতনের পাশাপাশি আমেরিকান রাষ্ট্রপ্রধান তথা প্রেসিডেন্ট নানান সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। রিপোর্ট বলছ, বেতন ছাড়াও প্রতিবছর 50 হাজার আমেরিকান ডলার ভাতা হিসেবে পান ক্ষমতাসীন প্রেসিডেন্ট। এছাড়াও দেশের মধ্যে ঘোরাঘুরি বিশেষত বিদেশ সফরের জন্য প্রতিবছর 1 লাখ ডলার ও বিনোদন ভাতা হিসেবে 19 হাজার আমেরিকান ডলার পান আমেরিকান প্রেসিডেন্ট।
আরও পড়ুন: ভয়াবহ বায়ু দূষণে ধুঁকছে রাজধানী দিল্লি, বাতিল একাধিক ফ্লাইট
অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেতন বাবদ কত টাকা পান তা নিয়েও যথেষ্ট আগ্রহ রয়েছে ভারতীয় জনগণের। বেশ কিছু রিপোর্ট মারফত খবর, প্রতিমাসে বেতন বাবদ 1.66 লাখ টাকা পান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও বেসিক পে 50 হাজার, সংসদীয় ভাতা বাবদ 45 হাজার, এক্সপেন্স ভাতা ও দৈনিক ভাতা মিলিয়ে 5 হাজার টাকা ও বিদেশ সফরের খরচ সহ অন্যান্য একাধিক সুবিধা পান ভারতের প্রধানমন্ত্রী।