Bar attack: পানশালায় দুষ্কৃতি হামলা, নিহত 10

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: মেক্সিকোর কোয়েরতারো শহরের এক পানশালায়(Bar) ভয়াবহ দুষ্কৃতী হামলায় 10 জনের মৃত্যু হয়েছে। শনিবার শহরের অন্যতম ঐতিহ্যশালী লস ক্যান্টারিটোস নামক এক পানশালায় ঢুকে পড়েন কয়েকজন বন্দুকধারী। এরপরই সেখানে উপস্থিত যুবকদের ওপর এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করেন তারা। গোটা ঘটনাটি প্রকাশ্যে এনেছেন স্থানীয় এক নিরাপত্তা রক্ষী।

বেশ কয়েকদিন ধরে দুষ্কৃতিরা ওই পানশালার আশেপাশে ঘোরাফেরা করছিল বলেই খবর। তবে ঠিক কী কারণে তারা এমন কান্ড ঘটাল তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। স্থানীয় নিরাপত্তারক্ষীদের প্রধান জুয়ান লুইস ফেরাসকা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে এক ভিডিও বার্তায় জানান, ‘হামলার ঘটনার পর জরুরি বিভাগের কয়েকজন কর্মী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। জানা যায়, কমপক্ষে চার থেকে পাঁচ জন বন্দুকধারী একটি পিকআপ ট্র্যাকে এসে হামলা চালিয়েছে।’

জুয়ান আরও বলেন, গোটা ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন 7 থেকে 8 জন যুবক। এছাড়াও একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানানো হয় নিরাপত্তা বিভাগের প্রধানের তরফে। সূত্রের খবর, দুষ্কৃতীদের ট্র্যাকটি ঘটনাস্থলের কয়েক কিলোমিটারের মধ্যে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা গাড়িটিতে আগুন লাগাল সেই খবর এখনও অধরা।

আরও পড়ুন: রবিবার ফের ড্রোন হামলা চালাল ইউক্রেন, প্লাটা দিতে মুখিয়ে রাশিয়া! বাড়ছে উত্তেজনা