আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইজরায়েলকে দাঁতভাঙা জবাব দেবে ইরান! হুঁশিয়ারি খামেনির

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: ইজরায়েলি হামলার প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। গত 26 অক্টোবর ইরানে বিমান হামলা ও পরবর্তীতে লেবাননের হিজবুল্লাহ ঘাঁটিতে রকেট হামলা চালিয়ে লক্ষ্যবস্তু অর্জন করার কথা জানিয়েছিল ইজরায়েল। ফলত ইজরায়েলকে কড়া জবাব দিতে মুখিয়ে রয়েছে ইরান। যেই কথা এক বিবৃতিতে জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহু আলী খেমেনি। গতকালই ইরান এবং তার মিত্রদের ওপর ইজরায়েলি হামলার বদলার কথা সুনিশ্চিত করেছেন তিনি।

শনিবার ইজরায়েলি হামলার প্রসঙ্গে এক বিবৃতি প্রকাশ করে খামেনি জানান, ‘আমেরিকা এবং তার বন্ধু ইজরায়েলের জানা উচিত তারা ইরানের ওপর যে হামলা চালিয়েছে তার দাঁতভাঙ্গা জবাব পাবে।’ যদিও এর আগে ইরানে 100 টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে লক্ষ্য অর্জনের কথা জানিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ সমাপ্তির কথা ঘোষণা করেন ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। তবে তার আশ্বাসের পরেও ইরানের মাটিতে কম্পন ধরিয়েছে ইজরায়েলের মিসাইল।

আরও পড়ুন: বিয়ে করলেই মিলবে নগদ অর্থসহ একাধিক সরকারি সুবিধা, ঘোষণা শুনেও বিবাহে অরাজি তরুণ প্রজন্ম

26 অক্টোবরের ইজরায়েলি হামলার পরই গত মঙ্গলবার ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহের ঘাঁটি লেবানন ও গাজা অঞ্চলে আঘাত হানে ইজরায়েল। যার জেরে উত্তর গাজা ও লেবানন মিলিয়ে 220 জনেরও বেশি নাগরিকের মৃত্যুর খবর সামনে এসেছিল। এরপর থেকেই ইজরায়েলের ওপর ক্ষেপে ওঠে ইরান। এরই মাঝে মিত্রশক্তি আমেরিকার তরফে ইজরায়েলে হামলা না করার হুঁশিয়ারি দেওয়া হয় ইরানকে। তা সত্ত্বেও নেতানিয়াহুর দেশকে উচিত শিক্ষা দিতে কোমর বাঁধছে ইহুদি বিরোধীরা। যা একপ্রকার স্পষ্ট হয়ে গিয়েছে খামেনির কথায়।