Joe Biden: আমেরিকার রাজনীতিতে উলট পুরাণ! ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন বাইডেন

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর অপেক্ষার দিন গুনছেন রিপাবলিকান নেতা। বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদ শেষ হতেই আসন্ন জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমেরিকার উচ্চ পদস্থ নামজাদা ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত থাকবেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনও(Joe Biden)। সোমবারই সে কথা নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

চলতি বছর আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের আগে অল্প সময়ের মধ্যে নিজের সর্বস্ব দিয়ে ট্রাম্পের বিরুদ্ধে প্রচার সেরেছিলেন কমলা হ্যারিস। তবে শেষ পর্যন্ত তার অক্লান্ত পরিশ্রম বিফলে যায়। বিরাট মার্জিনে আমেরিকার জনগণের সমর্থনে জয়লাভ করেন মাস্ক প্রিয় ট্রাম্প। যদিও 2020 সালে এই ট্রাম্পকেই ক্ষমতা থেকে সরিয়ে বর্তমান প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে হোয়াইট হাউসের সিংহাসনে বসিয়েছিলেন আমেরিকার জনগণ।

তবে বাইডেনের বিপক্ষে নিজের লড়াইকে সামনে রেখে পরাজয় অস্বীকার করেছিলেন ট্রাম্প। বিরোধী দলের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও জালিয়াতির অভিযোগ তুলে নিজের পরাজয় ভুলে গিয়েছিলেন রিপাবলিকান নেতা। তবে তার অভিযোগ খারিজ করে দেয় আদালত। যার দরুন 2021 সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে আমেরিকান প্রেসিডেন্টের দায়িত্বভার কাঁধে তুলে নেন বাইডেন। সেবার বাইডেনের অভিষেক অনুষ্ঠানে গড় হাজির ছিলেন ট্রাম্প।

কিন্তু দীর্ঘ 4 বছর পর আমেরিকান রেওয়াজ মেনে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, আমেরিকার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার থেকেই ট্রাম্পের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাইডেন। তিনি আগেই জানিয়েছিলেন 2024 সালের নির্বাচনে যে-ই জয়ী হোক না কেন তার অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এবার সেই প্রতিশ্রুতি রাখতেই ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট।

আরও পড়ুন: বাংলাদেশে হিন্দু নেতার গ্রেফতারিতে ক্ষুব্ধ ভারত সরকার! বিবৃতিতে কড়া বার্তা পররাষ্ট্র মন্ত্রকের