Iran: শত্রুপক্ষের যে কোনও হুমকি ঠেকাতে প্রস্তুত ইরান! ইজরায়েলকে সামনে এনে ঠিক কোন বার্তা দিলেন কমান্ডার তাংসিরি?

Published On:

বিক্রম ব্যানার্জী: ইজরায়েলকে হুমকি ইরানের? শত্রু পক্ষের সব রকমের আঘাতকে প্রতিহত করতে কোমর বেঁধে তৈরি ইরান! হ্যাঁ, সম্প্রতি ইসলামিক রেভ্যুলেশন গার্ডস কর্পস নৌসেনার কমান্ডার আলিরেজা তাংসিরি এক বিবৃতিতে এই কথাই জানিয়েছেন। তার মতে, ইরান(Iran) এখন সশস্ত্র বাহিনীদের যে কোনও হুমকির জন্য সম্পূর্ণ প্রস্তুত।

শত্রুদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে আইআরজিসি-র কমান্ডার তাংসিরি বলেন, দেশের কার্গো ও বাণিজ্যিক জাহাজের জন্য ইরানের সামরিক বাহিনী জল পথের যে কোনও হুমকির মোকাবিলা করতে প্রস্তুত। কমান্ডারের দাবি, ইরানের বাণিজ্যিক শিপিং কার্যক্রমের ওপর কোনও দেশেরই হুমকি বা নিষেধাজ্ঞা নেই। কারণ, ইরানি সামরিক বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে দেশটির জাহাজগুলি নিরাপদে আন্তর্জাতিক জলসীমায় চলাফেরা করে।

সমুদ্রপথে ইরানের নিরাপত্তা প্রসঙ্গে কথা বলতে বলতে হঠাৎই ইজরায়েলের সাথে ইরানের চলমান সংঘাতের প্রসঙ্গ উঠলে তাংসিরি বলেন, সামুদ্রিক জলপথে ইরানের সামরিক বাহিনী নিরাপত্তার কড়া চাদরে দেশের বাণিজ্যিক জাহাজগুলিকে পাহারায় রেখেছে। ফলত নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ায় ইরানের সামুদ্রিক জাহাজ গুলির জন্য এই মুহূর্তে কোনও হুমকি নেই। সমুদ্রপথে ইরানের বাণিজ্যিক শিপিং নিরাপদে থাকার বিষয়টি সকলের কাছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের সেনাবাহিনী সমুদ্র নিরাপত্তা নিয়ে কতটা চিন্তিত এটি তার একটি প্রমাণ।

তাংসিরির শেষ সংযোজন, ইরানের সামুদ্রিক জলসীমা পেরিয়ে কোনও বিদেশি জাহাজ দেশের জল পথে প্রবেশ করতে পারবে না। মূলত পারস্য উপসাগরে পূর্ণ নিরাপত্তার কারণে সেখানকার জাহাজ গুলির গতিবিধি লক্ষ্য করা সম্ভব হয়েছে। বলাবাহুল্য, ইজরায়েলের সাথে ইরানের চলমান সংঘর্ষের মধ্যে কমান্ডার তাংসিরির তুমুল আত্মবিশ্বাসী মন্তব্য দ্বিপাক্ষিক সংঘাতে নতুন পালক জুড়বে কিনা তা নিয়ে একটা আশঙ্কের জায়গা থেকেই যাচ্ছে।

আরও পড়ুন: বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই অস্ট্রেলিয়াকে উইকেটের মালা পড়ালো ভারত! প্লাটা জবাব দিতে মরিয়া কামিন্সের দল