বিক্রম ব্যানার্জী: শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকায় প্রথমবারের জন্য উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিলেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি(Vikram Misri)। ওপার বাংলার পররাষ্ট্র মন্ত্রকের সাথে বৈঠকে অংশ নিতে সোমবারই ঢাকায় উড়ে যান তিনি(Vikram Misri)। সূত্রের খবর, বাংলাদেশের স্থানীয় সময় সকাল 11 টায় ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয় ভারত-বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। সূত্র বলছে, আজই বৈঠক শেষে দিল্লি ফিরবেন বিক্রম(Vikram Misri)।
বিভিন্ন তথ্য মারফত খবর, ক্ষমতাসীন ইউনূস সরকারের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সঙ্গে বিশেষ পর্যায়ের বৈঠকে অংশ নিতে সোমবার ভারতীয় বিমান বাহিনীর একটি ফ্লাইট ল্যান্ড করে ঢাকা বিমানবন্দরে। অশান্ত বাংলাদেশে হিন্দু নিরাপত্তা ও দুই দেশের সম্পর্কের ফাটল ভরাট করতে ভারতের তরফে নানান প্রস্তাব নিয়ে পররাষ্ট্র সচিবের বিশেষ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন বিক্রম মিশ্রি। বাংলাদেশের খসড়া সূচি অনুযায়ী, ওপার বাংলার পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে আনুষ্ঠানিক বৈঠকে বসার আগে আলাদা ভাবে, একান্তে দুই দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বিক্রম।
বাংলাদেশের বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণের আগে মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা ভারতীয় পররাষ্ট্রসচিবের। জানা গিয়েছে, এবারের বাংলাদেশ সফরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও দেখা করবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সব শেষে আজই দেশে ফেরার কথা রয়েছে তার।