Pakistan: ইমরান সমর্থকদের বিক্ষোভে ফের উত্তাল পাকিস্তান! নিহত 5, জারি 144 ধারা

Published On:
লেটেস্ট আপডেট সবার আগে Join Now

বিক্রম ব্যানার্জী: প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে পিটিআই কর্মী সমর্থকদের বিক্ষোভে বারংবার উত্তাল হয়েছে পাকিস্তান(Pakistan)। মঙ্গলবার ফের ইমরানের মুক্তি ও ক্ষমতাসীন সরকারের পদত্যাগ দাবি করে রাজধানী ইসলামাবাদে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছেন তেহরিক ই ইনসাফের(পিটিআই) সদস্যরা। যার জেরে গোটা ইসলামাবাদ কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। সেই সাথে দুষ্কৃতীদের বাড়বাড়ন্তে ইতিমধ্যেই প্রাণ গিয়েছে 5 জনের।

সূত্র মারফত খবর, ইসলামাবাদমুখী বিরাট জনজোয়ারের মধ্যে থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী রেঞ্জার্স কর্মীদের ওপর তীব্র হামলা চালিয়েছে। জানা গিয়েছে, শ্রীনগর জাতীয় সড়কে কয়েকজন উগ্র সমর্থক নিরাপত্তা কর্মীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। যার ফলে চারজন প্যারাট্রুপার ও একজন সাধারণ বাসিন্দার মৃত্যু হয়েছে। এছাড়াও দুই পুলিশ সদস্য ও আরও 5 প্যারাট্রুপার গুরুতরভাবে আহত।

বেশ কিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইমরান কর্মী সমর্থকদের বিক্ষোভ চলাকালীন দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে শতাধিক পুলিশ কর্মী আহত হয়েছেন। যাদের মধ্যে বেশির ভাগেরই অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গোটা ইসলামাবাদ জুড়ে 245 ধারা জারি করে সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। পিটিআই কর্মী সমর্থকরা যাতে কোনও রকম জমায়েত করতে না পারে তার জন্য রাজধানীর সমস্ত প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট কিছু এলাকা জুড়ে জারি হয়েছে 144 ধারা। পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে, সব ধরনের বৈধ ও অবৈধ সমাবেশ ও জমায়েত।

তবে সেনাবাহিনী মোতায়নের পাশাপাশি সরকারের কঠিন পদক্ষেপ সত্ত্বেও আটকে রাখা যায়নি পিটিআই সমর্থকদের। সূত্র বলছে, সোমবার সমস্ত বাধা অতিক্রম করে দলে দলে ইসলামাবাদ পৌঁছে গিয়েছিলেন ইমরান দলের নেতাকর্মীরা। এরপরই আইন ভঙ্গকারী পিটিআই কর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষ বাঁধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন পিটিআইয়ের পার্লামেন্ট সদস্য সহ 4 হাজার উগ্র সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলেই খবর। তবে এরই মধ্যে ইসলামাবাদের ডি চকে বিক্ষোভের ডাক দিয়েছেন পিটিআই নেতারা। এই প্রসঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, ‘ইমরান খানের সমর্থকরা যদি ইসলামবাদের রেড জোনে প্রবেশ করে সেক্ষেত্রে সরকারি নিয়ম মেনে তাদের গ্রেফতার করা হবে।’

আরও পড়ুন: ইনিংসে 10 উইকেট পাওয়া 23 বছর বয়সী পেসারকে দলে নিতে বাঁধল কাড়াকাড়ি, 30 লাখের খেলোয়াড় পেল 3 কোটিরও বেশি