বিক্রম ব্যানার্জী: পাকিস্তানের(Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের(Imran Khan) মুক্তির দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ প্রদর্শন করছেন সমর্থকরা। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নিরঙ্কুশ জয়ের পরই ইমরানের মুক্তির কঠোর দাবি নিয়ে আশায় বুক বেঁধেছেন তেহরিক ই ইনসাফ বা পিটিআই সমর্থকরা। সেই সাথে পাকিস্তান জুড়ে বেড়েছে রাজনৈতিক অস্থিরতাও।
পাকিস্তানের এক অতি পরিচিত সংবাদ মাধ্যম জানিয়েছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানের মাটিতে ইমরান খানের মুক্তি দাবি করে দাপাদাপি করেছে পিটিআই সমর্থকরা। তবে মাঝে সেই বিক্ষোভ ঝিমিয়ে গেলেও আমেরিকায় প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের বিরাট জয় ইমরান সমর্থকদের মধ্যে আবারও আশার আলো জুগিয়েছে। ইমরান সমর্থক তথা পিটিআই নেতা সৈয়দ জুলফি বুখারি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ডোনাল্ড ট্রাম্পের জয়ে তারা প্রচন্ড আনন্দিত।
খুব শীঘ্রই ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা এবং জামাই জ্যারেড কুশনারের সঙ্গে নেতা ইমরান খানের ওপর হওয়া অবিচার ও মুক্তির দাবি নিয়ে কথা বলবেন। এদিন ট্রাম্পের প্রশংসায় একপ্রকার গদগদ হয়ে আমেরিকার নবনির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্টের সাথে ইমরান খানের সুসম্পর্কের কথা উল্লেখ করে পিটিআই নেতা বলেন, ট্রাম্পের সাথে ইমরান খানের দারুন সম্পর্ক। ইমরানের প্রতি তার সফ্ট কর্নার রয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কারাবাস নিয়েও তিনি যথেষ্ট উদ্বিগ্ন।
প্রসঙ্গত, ইমরান সমর্থক তথা পিটিআই নেতা জুলফি বুখারি ট্রাম্পের সাথে ইমরান খানের সম্পর্কের কথা জানালেও তা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন মুসলিম লীগ। ট্রাম্পকে নিয়ে পিটিআইয়ের দাবি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীারাও। যদিও ট্রাম্পের জয়ের পর ভারত সহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছা বার্তা ছাড়াও পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের এক্স স্যান্ডেল থেকে রিপাব্লিকান প্রার্থীকে বন্ধু সম্মোধন করে অভিনন্দন জানানো হয়েছিল।