বিক্রম ব্যানার্জী: ইজরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন পন্থী সশস্ত্র গোষ্ঠী হুথি(Houthi attack)। ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেম সংলগ্ন এলাকায় পড়লে গোটা অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। জানা যায়, জাফার দক্ষিণ পূর্বে অবস্থিত নাহাল সোরেক সেনা ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়ে সামরিক অভিযান চালানো হলে তাতে ক্ষেপণাস্ত্রের জোরে দাবানলের সৃষ্টি হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইয়েমেন থেকে আগত একটি ক্ষেপণাস্ত্র জেরুজালেমের মাটিতে পা রাখার আগেই সেটিকে ধ্বংস করে মাটিতে নামিয়ে আনে ইজরায়েল সামরিক বাহিনী। সূত্রের খবর, মিসাইল প্রতিহত করার সময়েই গোটা এলাকাজুড়ে অগ্নি শিখা ছড়িয়ে পড়ে। এদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাজার মাঝ ভূখণ্ডে বসবাসকারী এক পরিবারের তাবুতে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র এসে পড়লে তাতে 3 জনের মৃত্যু হয়।
রবিবার ফিলিস্তিনিদের বিভিন্ন আস্তানা, নুসেইরাত শিবিরের পশ্চিমাংশে বোমা বাজির খবর জানিয়েছিল ফিলিস্তিনি গোষ্ঠী। ভয়াবহ সেই বোমা বিস্ফোরণে অন্তত 25 জনের ক্ষয়ক্ষতির খবর সামনে আনা হয়েছিল। অন্যদিকে গাজার উত্তরাঞ্চলের অন্যতম শহর জবালিয়ার এক শরণার্থী শিবিরে রবিবার সকালে হামলা চালায় ইজরায়েল।
যার জেরে 9 জন মহিলা সহ 17 জন নিরপরাধের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। একইভাবে বৈরুতের উত্তর আলমাত গ্রামেও ইজরায়েলের বিমান হানায় 7 শিশু সহ 23 জন নিহত হয়। বলাবাহুল্য, ইজরায়েলে হুথি হামলার খবর সামনে আসতেই হুথি পরিচালিত এক সংবাদ সংস্থার তরফে আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর ইয়েমেনের আমরান ও সাদাহ গভর্নরেট লক্ষ্য করে বিমান হামলার কথা জানানো হয়।
আরও পড়ুন: ট্রাম্পের জয়ে ক্রিপ্টো জগতে জোয়ার, এক লাফে বিটকয়েনের দাম ছাড়াল 80 হাজার ডলার