Hossein Salami: ‘প্রতিশোধের জন্য অপেক্ষা করো’, ইজরায়েলকে হুমকি সালামির

Published On:

বিক্রম ব্যানার্জী: ইজরায়েলের(Israel) একের পরে হামলার প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে ইরান(Iran)। এদিকে নিজের জায়গা থেকে এক ইঞ্চিও সরতে নারাজ নেতানিয়াহুর সামরিক বাহিনী। এহেন আবহে ইজরায়েলকে তার আক্রমণের কড়া জবাব দেওয়া হবে বলে জানালেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি(Hossein Salami)।

বৃহস্পতিবার এক যুদ্ধ মহড়ায় বক্তব্য রাখার সময় ইজরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে সালামি বলেন, ইজরায়েলকে কঠিন শাস্তি দেওয়া হবে। প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি। আমরা এর শেষ দেখে ছাড়ব। মুসলিমদের ওপর তাদের আধিপত্য বিস্তার করতে দেব না। ইজরায়েলের কু-কর্মের কথা উল্লেখ করে মেজর জেনারেল আরও জানান, মুসলিম ধর্মালম্বীদের ওপর আধিপত্য বিস্তার করতে, তাদের জমি লুট করতে ও তাদের ওপর শাসন চালাতে ইজরায়েল সরকারকে সহায়তা করছে বিভিন্ন অসৎ শত্রু পক্ষ।

কিন্তু ইতিহাস বলে মুসলিমরা কখনও আত্মসমর্পণ করেনি। গোটা এলাকার লড়াকুড়া তাদের ওপর হওয়া হামলার প্রতিশোধ নিচ্ছে। শত্রু পক্ষের ঘাঁটিতে আঘাত হানছে। বলা বাহুল্য, ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ হত্যার ঘটনায় ইজরায়েলের মাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কম্পন ধরিয়েছিল ইরান। যার পাল্টা জবাব এসেছিল ইজরায়েলের তরফেও। এবার সেই হামলার পাওনা মিটিয়ে দিতেই মরিয়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মেজর জেনারেল সালামি। যদিও ইরানের তরফে ইজরায়েলে কোনও রকম হামলার কথা জানানো হয়নি।

আরও পড়ুন: বায়ুদূষণ ইস্যুতে পাকিস্তানের মরিয়ম নাওয়াজকে নিয়ে ঠাট্টায় মজলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান